দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাহিয়া মাহির বিয়ের পর এই প্রথমবারের মতো মুক্তি পেয়েছে মাহিয়ার ছবি ‘ঢাকা অ্যাটাক’। মাহিয়ার স্বামী অপু পরিবার মিলে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি দেখার জন্য প্রেক্ষাগৃহ ভাড়া করার কথা জানিয়েছেন।
মাহিয়া মাহির বিয়ের পর ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করেন। তার বিয়ের পর প্রথম মুক্তি পেলো গত ৬ অক্টোবর।
নির্মাতা দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে বক্স অফিস। সেই খবর পৌঁছে গেছে মাহিয়া মাহির শ্বশুরবাড়ি সিলেটেও। আর তাই দেবর, ননদসহ পুরো পরিবার একসঙ্গে দেখতে চান ছবিটি। মাহিয়া মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু সিদ্ধান্ত নিয়েছেন যে, বউয়ের ছবি দেখানোর জন্য একটি প্রেক্ষাগৃহ ভাড়া করবেন তিনি।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে অপু বলেছেন, ‘প্রথমে এমন চিন্তা আমার মাথায় ছিলো না। তবে সারাদেশে ছবিটি নিয়ে যে আলোচনা সৃষ্টি হয়েছে, তাতে করে প্রেক্ষাগৃহে গিয়েই ছবিটি দেখতে চায় আমার পরিবারের সদস্যরা। তাই সিদ্ধান্ত নিয়েছি যে, এই সপ্তাহেই যেকোনো একটি প্রেক্ষাগৃহ ভাড়া করে সবাইকে নিয়ে ছবিটি দেখবো।’
স্বামীর এমন সিদ্ধান্তে ভীষণ খুশি মাহিয়া মাহি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘অপুর মনমানসিকতা সব সময়ই আমাকে অনুপ্রেরণা জোগায়। পাশে থেকে সব সময় সে আমাকে ভালো কাজ করার সাহস দেয়। এমন স্বামী পেয়ে আমি সত্যিই গর্বিত।’