দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের সুপারহিট নায়ক শাকিব খান আরও ব্যস্ততা বাড়াতে চলেছেন। ৫টি নতুন ছবিতে কাজ করবেন শাকিব খান।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান শাপলা মিডিয়ার প্রযোজনায় একসঙ্গে নতুন ৫টি ছবিতে অভিনয় করতে চলেছেন। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবিগুলোর নামও নির্ধারণ করা হয়েছে। ছবিগুলো হলো, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘স্বপ্নের বিদেশ’, ‘যুবরাজ’, ‘রিমোর্ট কন্ট্রোল’ এবং ‘ইলিশের বাড়ি চাঁদপুর’।
এই বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেছেন, ইতিমধ্যে দুটি ‘যুবরাজ’ ও ‘তুমি বড় ভাগ্যবতী’ ছবি দুটির নাম এন্ট্রি করা হয়েছে। বাকিগুলোর প্রস্তুতি চলছে।
সেলিম খান আরও জানিয়েছেন, এই ছবিগুলোর শুটিং হবে কানাডাতে। পরিচালনা করবেন উত্তম আকাশ। ‘রিমোর্ট কন্ট্রোল’ ছবিটিও পরিচালনা করবেন উত্তম আকাশ। ‘যুবরাজ’ ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন, আর নিরঞ্জন বিশ্বাস পরিচালনা করবেন ‘তুমি বড় ভাগ্যবর্তী’ ছবিটি। ছবিগুলোতে কোন কোন নায়িকা থাকবেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
‘ইলিশের বাড়ি চাঁদপুর’ ছবিটি কে পরিচালনা করবেন সেটি এখনও ঠিক হয়নি বলেও জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।