দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেইল আইডি কিংবা পাসওয়ার্ডের দিন শেষ হয়ে যাচ্ছে। এখন থেকে মুখ দেখালেই খুলবে ফেসবুক! টেকনোলজিকে আরও একধাপ এগিয়ে নিতে ‘ফেস রিকগনিশন’ ফিচারের ওপর কাজ করছে ফেসবুক টিম।
ফেসবুক অ্যাকাউন্ট খুলতে বর্তমান পদ্ধতি মেইল আইডি বা পাসওয়ার্ড-এর দিন এখন শেষ হতে চলেছে। টেকনোলজিকে আরও একধাপ এগিয়ে নিতে ‘ফেস রিকগনিশন’ ফিচারের ওপর কাজ করে চলেছে ফেসবুক টিম। এই পদ্ধতিটি চালু হলে মেইল আইডি কিংবা পাসওয়ার্ডের আর প্রয়োজন হবে না, ইউজারের মুখ দেখে চিনে তবেই অ্যাকাউন্ট খোলা কিংবা ব্যবহার করা যাবে।
ফেসবুক ব্যবহারকারীরা যাতে নিজেদের লক হওয়া অ্যাকাউন্ট খুলতে পারেন সেজন্য নানা ধরনের পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এই নতুন পদ্ধতি সামনে এলে ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে কোনো রকম সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ফেসবুকের পক্ষ হতে জানানো হয়েছে, যারা খুব তাড়াতাড়ি এবং সহজে অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতির সময় ভেরিফাই করাতে চান, তাদের জন্য নতুন এই পদ্ধতি পরীক্ষা করে দেখা হচ্ছে। যে ডিভাইসে আপনি লগ ইন করা রয়েছেন ঠিক সেখানে এই সুবিধা পাওয়া যাবে।
সেইসঙ্গে ভিডিও চ্যাট ডিভাইস দিয়ে ইউজারের মুখ যাচাইয়ের কাজও চলছে। তবে অনেকেই এতে ভয় পাচ্ছেন, এর মাধ্যমে সোশাল সাইটে গোপনে নজরদারিও চলতে পারে। সেটা খতিয়ে দেখে তবেই এই নতুন ফিচার সামনে আনা হবে বলে জানানো হয়েছে।