দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন ধরে যে ক্ষেপনাস্ত্র সম্পর্কে আলোচনা চলছিল অবশেষে রাশিয়া সেই এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইরানের হাতে তুলে দিচ্ছে। এতোদিন এই ক্ষেপণাস্ত্র চুক্তিটি স্থগিত ছিল।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ইতিমধ্যেই ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করেছে রাশিয়া। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির কোজিন জানিয়েছেন, ‘এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান এবং রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।’
তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি।
গত মাসে রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান রোজটেকের প্রধান কর্মকর্তা সের্গেই চেমোজোভ বলেছিলেন যে, এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিয়ে ইতিমধ্যেই নতুন করে চুক্তিও হয়েছে।
উল্লেখ্য, ইরান ও রাশিয়ার মধ্যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে ৮০ কোটি ডলারের একটি চুক্তি হয় ২০০৭ সালে। তবে জাতিসংঘ নিষেধাজ্ঞা জারি থাকায় এতোদিন ইরানের হাতে এস-৩০০ তুলে দিতে পারেনি রাশিয়া। চলতি বছরের গোড়ার দিকে ইরান এবং ৬টি দেশের মধ্যে পরমাণু ইস্যুতে সমঝোতা হয়। তারপরই এপ্রিল মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এস-৩০০ সরবরাহের উপর হতে নিষেধাজ্ঞা তুলে নেন।