দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই এক ব্যতিক্রমি পণ বটে। এমন কথা আগে কখনও শোনা যায়নি। বিয়ের পণ হিসেবে শহর পেয়েছিলেন এমন এক শাসকের গল্প রয়েছে আজ!
এই শাসকের নাম তিমুর শাহ দুররানি। তিনি ১৭৪৮ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। তিমুর শাহ দুররানি ছিলেন মূলত দুররানি সাম্রাজ্যের দ্বিতীয় শাসক। তিমুর শাহ দুররানি ছিলেন আহমদ শাহ দুররানির জ্যেষ্ঠ পুত্র।
তিমুর শাহ দুররানি ১৭৭২ সালের ১৬ অক্টোবর হতে ১৭৯৩ সাল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেখানের শাসক ছিলেন।
তিমুর শাহ দুররানি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কন্যাকে বিয়ে করেছিলেন। যে কারণে ক্ষমতায় তার দ্রুত উত্থান ঘটে। বিয়ের উপহার (পণ) হিসেবে তিনি সিরহিন্দ শহরটি পেয়েছিলেন। পরে তিনি পাঞ্জাব, কাশ্মির ও সিরহিন্দের গভর্নর হন।
তিমুর শাহ দুররানি তার অভিভাবক উজির এবং সেনাপতি জাহান খানের তত্ত্বাবধানে লাহোর হতে শাসন পরিচালনা করেন। ১৭৫৭ এর মে হতে ১৭৫৮ এর এপ্রিল পর্যন্ত এই অঞ্চলগুলো তার অধীনেই ছিল। তিনি গোহালওয়ারের যুদ্ধে শিখদের কাছে পরাজিত হন।
শিখরা জুলুন্দুর দোয়াবের গভর্নর আদিনা বেগ খানের সহায়তা পেয়েছিলেন। তাছাড়া মারাঠা পেশোয়া রঘুনাথ রাও তাদের সহায়তা করেছিলেন। যে কারণে তিমুর শাহ দুররানি ও জাহান খান পাঞ্জাব হতে বিতাড়িত হন।
তিমুর শাহ দুররানি তার রাজধানী কান্দাহার হতে কাবুলে স্থানান্তর করেছিলেন। পাশাপাশি ১৭৭৬ সালে পেশাওয়ারকে শীতকালীন রাজধানী বানানো হয়। ১৭৯৩ সালে মারা যান তিমুর শাহ দুররানি । তারপর তার পঞ্চম পুত্র জামান শাহ দুররানি শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কাবুলেই তাকে দাফন করা হয়। সেখানে তারই সমাধি রয়েছে।
This post was last modified on অক্টোবর ১৮, ২০১৭ 1:25 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…