দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাইক কিংবা বাসা-বাড়ির নিরাপত্তার বিষয়টি আমরা সবাই গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু কি ধরনের তালা ব্যবহার করলে নিরাপত্তা নিশ্চিত হবে সেটি আমাদের অনেকের অজানা। তবে এবার বাংলাদেশে এসেছে বাইক ও হাউজের জন্য নতুন এক ধরনের সিকিউরিটি অ্যালার্ম লক। ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন।
![বাইক ও হাউজের জন্য এলো সিকিউরিটি অ্যালার্ম লক! [ভিডিও] 1 বাইক ও হাউজের জন্য এলো সিকিউরিটি অ্যালার্ম লক! [ভিডিও] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2017/10/Security-Alarm-Lock-750x430.jpg)
বর্তমান সময়ে যদিও বিশেষ করে বাসা-বাড়িতে দারোয়ান বা সিকিউরিটি গার্ডের কারণে বাসা-বাড়ি মোটামুটিভাবে নিরাপদ থাকে। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় বাইকের ক্ষেত্রে। অফিস বা বাইরে কোথাও গেলে বাইক রাখা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। বাইক রাখা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। কিন্তু এবার বাংলাদেশের বাজারে এসেছে এমন এক সিকিউরিটি অ্যালার্ম লক, যা আপনাকে চিন্তামুক্ত করবে। বাংলাদেশে এই সিকিউরিটি অ্যালার্ম লক যে কোম্পানিটি বিক্রি করছে, তাদের ওয়েব সাইটে দাম দিয়েছে ৭০০ টাকা।
জেনে নিন এই লকটি কিভাবে কাজ করে:
# অসৎ উদ্দেশ্যে লকের গায়ে সামান্য আঘাত প্রদান করলেই উচ্চ শব্দে অ্যালার্ম (১১০ ডেসিবল) বেজে উঠবে।
# ফল্স অ্যালার্ম প্রটেক্টেড, তাই যে কেও ধরা মাত্রই (আঘাত প্রদান ব্যতীত) বেজে উঠে আপনাকে বিভ্রান্ত করে তুলবে না।
# মোটরসাইকেল, বাইসাইকেল ও বাসা-বাড়ির নিরাপত্তায় বিশেষভাবে উপযোগী।
# এটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি তাই যথেষ্ট মজবুত।
# এটি দু’ভাবেই ব্যবহারযোগ্য, তাই ব্যবহার করা যাবে অ্যালার্ম বিহীন সাধারণ তালা হিসেবেও।
# রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, তাই একাধারে চলে বহুদিন।
# ব্যাটারি সহজলভ্য হওয়ায় খুব সহজেই প্রতিস্থাপনযোগ্য।
বাংলাদেশে এই সিকিউরিটি অ্যালার্ম লকটি সরবরাহ করছে https://allmarket.com.bd
দেখুন ভিডিওটি