দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিচারিক কাজের সঙ্গে যুক্ত হতে চলেছেন। বারাক ওবামা ৮ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন সফল ভাবেই।
৮ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পর বারাক ওবামা গত বছর বেশ দক্ষতার সঙ্গে শেষ করেন তাঁর শাসনকালের মেয়াদ। তবে দেশের প্রতি দায়িত্ব-কর্তব্য একেবারে শেষ হয়নি তাঁর। তাই এবার বিচারিক-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে চলেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
গতকাল (রবিবার) বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইলিয়নস অঙ্গরাজ্যে বিচারিক কাজে অংশ নেওয়ার জন্য ওবামার কাছে ইতিমধ্যেই প্রস্তাব করেন স্থানীয় আদালত। তাঁদের ওই প্রস্তাবে নিজের সম্মতির কথাও জানিয়েছেন ওবামা। আগামী মাসেই ইলিয়নস কুক অঞ্চলে কাজ শুরু করবেন বারাক ওবামা। যদিও এই ব্যাপারে এখনও বিস্তারিত কিছুই জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের ইলিয়নস অঙ্গরাজ্যের কুক আদালতের প্রধান বিচারক টিমথি ইভানস জানিয়েছেন, সমাজের একজন বাসিন্দা এবং মার্কিন নাগরিক হিসেবে ওবামা এই দায়িত্ব পালন করবেন বলে তাঁর মুখপাত্রের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।
ইতিপূর্বে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে একই দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বারাক ওবামা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ১২ বছর শিক্ষকতাও করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আইনজীবী হিসেবেও কিছুদিন কাজ করেছেন বারাক ওবামা।