দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দোষ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে আজ বিসিবি তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে।
মঙ্গলবার বিকেলে রাজধানীতে তার নিজ বাসায় সাংবাদিকদের কাছে ম্যাচ পাতানোর দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। খবর বাংলাদেশ নিউজ২৪।
আশরাফুল বলেন, “ম্যাচ পাতানোর বিষয়ে আকসুকে সব বলেছি। আকসু আমাকে এ বিষয়ে অন্য কারো সঙ্গে কথা বলতে নিষেধ করেছে।”
উল্লেখ্য, এর আগে আজ দুপুরে রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না মোহাম্মদ আশরাফুল।
বিসিবির সংবাদ সম্মেলনের পর আশরাফুলের প্রতিক্রিয়া জানতে একাধিক টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা তার বাসায় গেলে তিনি সাংবাদিকদের সামনে আসতে চাননি। পরে তার বাবা ‘জোর করে’ তাকে সাংবাদিকদের সামনে নিয়ে আসেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।