দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান বন্ধে প্রস্তাব পাস করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধের জন্য একটি প্রস্তাব পাস করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে। বৃহস্পতিবার ১৩৫-১০ ভোটে পাস করা হয় এই প্রস্তাবটি।
২৬টি সদস্য দেশ ভোট দানে বিরত ছিলো। ভোট না দেওয়া বা বিরোধিতাকারী দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমারের প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র চীন, রাশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস।
জাতিসংঘ কমিটি বাংলাদশ হতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে মিয়ানমার সরকারের প্রতি। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত হবে, চূড়ান্ত ভোট হবে ডিসেম্বর মাসে। ধারণা করা হচ্ছে যে, এই প্রস্তাব সেখানেও পাস করা হবে।
জাতিসংঘের ওই কমিটিতে প্রস্তাবটি উত্থাপন করে ইসলামি সহায়তা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্য দেশ। ওআইসির পক্ষে জাতিসংঘে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মোয়াল্লিমি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে ধর্মীয় বিদ্বেষের আরেকটি চরমতম অমানবিক চিত্র দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে এক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানের নামে গণহত্যা, গণধর্ষণ, নির্যাতনের অভিযোগ এনেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এরপর হতে প্রাণভয়ে ৬ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। এই ঢল এখনও অব্যাহত রয়েছে।