নিলামে মানুষ বিক্রি হয় এমন এক দেশের গল্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিলামে অনেক কিছুই বিক্রি হয়। তাই বলে মানুষ! ঠিক তাই। এমন একটি দেশের গল্প রয়েছে আজ, যে দেশে নিলামে মানুষ বিক্রি করা হয়!

আমরা আদি কালের সেইসব গল্পের কথা শুনেছি, কৃতদাস প্রথা। অর্থাৎ দাস বা দাসিদের বড় বড় ধনপতিরা কিনে নিতেন। তাকে তখন তাদের ইচ্ছামতো ব্যবহার করছেন। সেই কৃতদাস প্রথা এখন আর পৃথিবীর কোথাও নেই। কিন্তু সম্প্রতি এমন একটি খবর আবারও সেই কৃতদাসের কথায় স্মরণ করিয়ে দিচ্ছে।

যেমন বিক্রেতা দাম হাকাচ্ছেন ৯শ দিনার। এর দাম উঠতে উঠতে এক সময় তা হয়ে যায় ১ হাজার থেকে ১১শ দিনারে। এভাবেই একজন মানুষের দাম হাকিয়ে চলেন তিনি।

Related Post

ঠিক এভাবেই নিলাম মানুষ কেনা-বেচা হচ্ছে! দুজন মানুষের মূল্য মাত্র ৮‘শ মার্কিন ডলার। আধুনিকযুগের কৃতদাস হিসাবে জনপ্রতি মাত্র ৪’শ ডলারে বিক্রি হচ্ছে এইসব মানুষগুলো!

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, লিবিয়ায় কৃতদাস বিক্রির এমন হাট রয়েছে অন্তত ৯টি। সরেজমিনে ঘুরে এমনই একটি প্রতিবেদন দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। মোবাইল ফোনের গোপন ভিডিওর মাধ্যমে সিএনএন এই বিষয়ে প্রমাণও হাজির করে।

ওই ভিডিওতে দেখা যায় যে, সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তিকে ফার্মের কাজের জন্য বিক্রি করা হচ্ছে। তবে যিনি বিক্রি করছেন তিনি ক্যামেরার সামনে থেকে সরে আছেন। সিএনএন গোপন ক্যামেরায় ধরা পড়ে এসব বাস্তব চিত্র।

সম্প্রতি লিবিয়ার ত্রিপোলিতে গিয়ে দেখা যায় যে, মাত্র ৬ হতে ৭ মিনিটে ১২ হতে ১৩ জন মানুষ কৃতদাস হিসাবে বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি করার সময় কৃতদাসরা যে যে পেশায় পারদর্শী তাকে ঠিক সেই কাজের জন্যই নিলামে তোলা হয়ে থাকে।

ক্রেতারা তাদের সাধ্যমতো দামে ক্রয় করতে হাত তুলে সম্মতি প্রকাশ করেন! মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা বিক্রি করে দিচ্ছে তাদের নিজেদের ভাগ্যকে। বিক্রয় হওয়া মানুষকে তুলে দেওয়া হয় তাদের নতুন ক্রেতার হাতে।

বিক্রি হয়েছে এমন দুজনের সঙ্গে কথা বলতে গেলে তাদের মানসিকভাবে বিধ্বস্ত এবং ভীত দেখায়। তারা কোনো কথা বলতে পারছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবছর অন্তত ১০ হাজার মানুষ উন্নত জীবনের আশায় লিবিয়া সীমান্ত হয়ে ইউরোপে পাড়ি দেয়। তাদের বেশির ভাগই সব কিছু বিক্রি করে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যেতে চেষ্টা করে। ইদানিং লিবিয়ার কোস্টগার্ডের শক্ত অবস্থানের কারণে কিছু মানুষবাহী নৌকা গিয়ে পৌঁছায় মানব পাচারকারীর হাতে। যে কারণে এসব শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা হয়ে যান কৃতদাস।

এই সব তথ্য এবং ভিডিওচিত্র লিবিয়া সরকারের হাতে তুলে দেওয়ার পর তারা এই বিষয়ে তদন্ত চালানোর কথা জানান। লিবিয়া সরকারের পক্ষ থেকে বলা হয় যে, একদল অপরাধীরা সুসংগঠিতভাবে এই ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে।

This post was last modified on নভেম্বর ১৯, ২০১৭ 3:03 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

স্লিপিং মাস্ক মেখে ত্বকের জৌলুস বাড়িয়ে তুলুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…

% দিন আগে

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…

% দিন আগে

কনকনে শীতেও স্বস্তির কারণ হতে পারে বড় এলাচ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…

% দিন আগে

বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…

% দিন আগে

কানাডাকে আবারও ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব দিলেন ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…

% দিন আগে

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে