দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাভার ট্র্যাজেডির সেই ‘অলৌকিকভাবে’ বেঁচে যাওয়া রেশমার চাকরি দিয়েছেন পাঁচ তারকা হোটেলে ঢাকা ওয়েস্টিন। পাবলিক এরিয়া অ্যাম্বাসিডর পদে তাকে চাকরি দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওয়েস্টিনের কমিউনিটি সেবার অংশ হিসেবেই রেশমাকে এই চাকরি দেওয়া হয়েছে। ওয়েস্টিনের বেতন কাঠামো অনুযায়ী বেতন ছাড়াও ঈদ বোনাস, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আগামীকাল বৃহস্পতিবার রেশমা এই পদে যোগদান করবেন বলে জানানো হয়েছে। যোগদানের দিনই ওয়েস্টিনের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী ও জেনারেল ম্যানেজার আজিম শাহ তার হাতে নিয়োগপত্র তুলে দেবেন বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও রেশমা এখন সুস্থ। শারীরিকভাবে সুস্থ হওয়ায় রেশমা এখন চাকরিতে যোগদান করতে পারবেন। তবে এ বিষয়ে তারা বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজার স্মরণকালের ভয়াবহতম ভবন ধসে ১১২৪ জনের মৃত্যু হয়। ভবন ধসের ১৭তম দিনে গত ১০ মে ধ্বংসস্তূপের নিচ থেকে রেশমাকে জীবিত উদ্ধার করে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।
ঘোড়াঘাটের রেশমার ঘর রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রশাসন
সাভার ট্রাজেডির ১৭ দিন পর জীবিত উদ্ধার সেই রেশমার জীর্ণ ঘরটি জবর-দখলের চেষ্টা শিরোনামে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর গত ২ জুন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দীকা রেশমার ঘর পরিদর্শন করেছেন। ৩ জুন মা জোবেদা বেগমের লিখিত অভিযোগে একইদিন দুই প্রভাবশালী জবরদখলকারীকে উপজেলা নির্বাহী অফিসার নোটিশ প্রদান করেছেন। নোটিশে ৭ দিনের মধ্যে জবরদখলকারীকে তার স্থাপনাসহ মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। নতুবা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।