The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভারতের এক ‘প্যাডম্যান’ গল্প!

এই 'প্যাডম্যান' একটি ছবির নাম যার নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা অক্ষয় কুমার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকার কাছে সুপারম্যান রয়েছে, ব্যাটম্যান, স্পাইডার ম্যানও রয়েছে তাদের। তবে ভারতের রয়েছে এক ‘প্যাডম্যান’। আজ রয়েছে সেই ‘প্যাডম্যান’ গল্প!

ভারতের এক 'প্যাডম্যান' গল্প! 1

সুপারম্যান, ব্যাটম্যান,স্পাইডার ম্যান এমন অনেক কিছুই রয়েছে। তবে এবার নতুন এক ম্যানের খবর পাওয়া গেছে ভারতে। আর সেটি হলো ‘প্যাডম্যান’। এই ‘প্যাডম্যান’ একটি ছবির নাম যার নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা অক্ষয় কুমার।

সম্প্রতি ‘প্যাডম্যান’ ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। এই ছবির শুরুটা হয়েছে সুপারস্টার অমিতাভ বচ্চনের মুখে উচ্চারিত প্রথম বাক্যটির মাধ্যমে।

এই ‘প্যাডম্যান’ ছবিটিতে ‘প্যাডম্যান’ অক্ষয় কুমার সুপারহিরো, বা ‘পাগলা’ সুপারহিরো। যিনি ভারতের অনগ্রসর নারীদের ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। তবে অবশেষে জয় তারই হয়। ঠিক সুপারহিরোদের মতোই।

‘প্যাডম্যান’ ছবিটি পরিচালনা করেছেন আর বালকি। ‘প্যাডম্যান’ ছবিতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...