দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাবিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুসলমানরা। তবে ইউরোপেও একেবারে কম নয় মুসলমানদের সংখ্যা আজ জেনে নিন ইউরোপের দেশগুলোতে মুসলমানের সংখ্যা কেমন।
ইউরোপের এই সৎখ্যা নির্ধারণ করেছে আমেরিকান থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার। তাদের ভাষ্য মতে, ২০১৬ সালে ইউরোপের মোট জনসংখ্যার ৪ দশমিক ৯ ভাগই ছিল মুসলমান। তারা বলছেন, আগামী ২০৫০ সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার ৭.৫ ভাগ হবে মুসলমান!
আমেরিকান থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার এর তথ্য অনুযায়ী ইউরোপের কয়েকটি দেশের মুসলিমদের সংখ্যা এখানে তুলে ধরা হলো।
ফ্রান্স
২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপের দেশগুলোর মধ্যে বর্তমানে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস করেন। দেশটির মোট জনসংখ্যার ৮ দশমিক ৮ ভাগ অধিবাসীই মুসলিম। বর্তমানে দেশটিতে ৫৭ লাখ ২০ হাজার মুসলমান বসবাস করছেন।
জার্মানি
আমেরিকান থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার এর পরিসংখ্যা অনুযায়ী, জার্মানিতে ২০১৬ সালে মুসলমানদের সংখ্যা ছিল ৪৯ লাখ ৫০ হাজার, এটি মোট জনসংখ্যার ৬ দশমিক ১ ভাগ।
যুক্তরাজ্য
আমেরিকান থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে, যুক্তরাজ্যে ৪১ লাখ ৩০ হাজার মুসলমানের বসবাস, যা দাঁড়াচ্ছে মোট জনসংখ্যার ৬ দশমিক ৩ ভাগ।
ইটালি
আমেরিকান থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টারের হিসান অনুযায়ী, ইটালিতে ২৮ লাখ ৭০ হাজার মুসলমানের বসবাস, যা দাঁড়াচ্ছে দেশটির মোট জনসংখ্যার ৪ দশমিক ৮ ভাগ।
স্পেন
আমেরিকান থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার এর করা পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, স্পেনে বর্তমানে ১১ লাখ ৮০ হাজার মুসলমানের বসবাস, যা দাঁড়াচ্ছে দেশটির মোট জনসংখ্যার ২ দশমিক ৬ ভাগ।
নেদারল্যান্ডস
আমেরিকান থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার এর হিসাব মতে, নেদারল্যান্ডসে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ১২ লাখ ১০ হাজার।