দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই বাজারে সস্তায় আইফোন পাওয়া যাবে, এমন একটি প্রচলিত গুজবকে নাকচ করে দিয়ে প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান অ্যাপল বাজারে এনেছে ৫ম প্রজন্মের আইপড টাচের একটি অপেক্ষাকৃত সুলভ ভার্সন। ১৬ গিগাবাইট ডাটা ধারণক্ষমতা সম্পন্ন এই আইপডটি সস্তা হলেও দেখতে অন্যান্য আইপডগুলোর তুলনায় মোটেও খারাপ নয়, বরং অনেকাংশে ব্যতিক্রম এবং মৌলিক। আইপডটির চেহারা থেকে শুরু করে এই কার্যক্ষমতা এবং কাজের ধরন সবকিছুতেই এটি অ্যাপলের অন্যান্য আইপডগুলো থেকে পৃথক।
ভাইব্রেশন ক্ষমতাসম্পন্ন এই আইপডগুলোর বাহ্যিক আবরণ পাওয়া যাবে কেবলমাত্র রূপালি রঙের। কেবলমাত্র রঙের বৈচিত্রতাই যে কম এমনটা বয়, নতুন এই ১৬ জিবি ধারণক্ষমতার আইপডে আইপড টাচ-৫য়ের বেশ কিছু জরুরি বৈশিষ্ট্যও নেই। যেমন আইপড টাচ-৫য়ের সেফটি লুপ অপশনটি এই সুলভ ভার্শনে নেই। তবে সেফটি লুপ না থাকাটাই যে একমাত্র হতাশার কারণ তা নয়। সুলভ এই আইফোনে জরুরি অনেক কিছুই নেই। না থাকা ব্যাপারগুলার মধ্যে সবচেয়ে হতাশা উৎপাদক ব্যাপারটি হচ্ছে ক্যামেরা। ৫ম প্রজন্মের আইপড টাচে রয়েছে অ্যাপল ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে যা এর ব্যবহারকারীকে উচ্চ মানের ভিডিও রেকর্ডের সুযোগ দেয়। অন্যদিকে দাম কমিয়ে আনার জন্য অ্যাপল সুলভ এই আইপড কোনো ক্যামেরাই দেয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেতা কেবল একটি অ্যাপল হাতে নিয়েই ঘুরতে চান না, অন্তত তার ক্যামেরাটি ব্যবহার করতে চান।
এবার আইপডের প্রধান কাজ মিউজিকের ক্ষেত্রে আসা যাক। এক্ষেত্রে অ্যাপল আইফোন টাচ-৫য়ের সঙ্গে খুব বেশি একটা বৈষম্য করেনি। আইপড টাচ-৫য়ের গান শোনার সব সুবিধাই এই নতুন আইপডে আছে। নতুন আইপডটির রয়েছে চার ইঞ্চি রেটিনা ডিসপ্লে, ডুয়াল কোর এ-ফাইভ প্রসেসর, আইওএস-৬ এবং অ্যাপলের নতুন ইয়ারফোন। এছাড়া আরও থাকছে লাইটেনিং বা আলোক বিচ্ছুরণ ক্ষমতাসম্পন্ন কানেকটর যা অ্যাপল গত বছর বাজারে এনেছে।
এবার দামের ব্যাপারটায় আসা যাক। এটিই সম্ভবত ক্রেতাকে সবচেয়ে বেশি হতাশ করবে। নতুন এই আইপডেরর দাম অ্যাপল নির্ধারণ করেছে ২২৯ ডলার। অথচ ৩২ জিবি ধারণ ক্ষমতাসম্পন্ন, এবং বর্ণিল একটি আইপডের দাম ২৯৯ ডলার। সে তুলনায় সুলভ এই আইপডকে সুলভ মনে নাও হতে পারে ক্রেতার।
ফোন করার অপশোন না থাকায় সাধারণত আইপডকে বলা হয়ে থাকে ফোনবিহীন আইফোন। তবে এটা আইফোনে সব অ্যাপলিকেশন সাপোর্ট করে এবং আইটিউন স্টোরের সাথেও সংযোগ স্থাপনে সক্ষম। দেখতেও অন্য সব আইফোনে সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই । তবু সব সত্ত্বেও নতুন এই ‘সুলভ’ আইফোনটি অ্যাপলের জন্য খুব বেশি একটা জনপ্রিয়তা বয়ে আনবে বলে প্রযুক্তি পণ্যের বাজার বিশ্লেষকরা মনে করেন না।
তথ্যসূত্র: ইন্ডিয়াটাইমস