দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিকে বিশ্বের দীর্ঘতম অর্থাৎ সবচেয়ে লম্বা ব্যক্তি অপরদিকে বিশ্বের ক্ষুদ্রতম মানব অর্থাৎ বিশ্বের সবচেয়ে ছোট মানব, এই দুই মানবকে মুখোমুখি করলে কেমন লাগে আজ দেখুন!
বিশ্বের দীর্ঘতম যিনি তার উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি। অপরদিকে যিনি সবচেয়ে ক্ষুদ্র মানব তার উচ্চতা মাত্র ২ ফুট। বিশ্বের দীর্ঘতম মানব তুরস্কের সুলতান কোসেনের সঙ্গে দেখা এবার হয়েছে বিশ্বের ক্ষুদ্রতম মানব ভারতের বাসিন্দা জ্যোতি আমগে’র। মিশরের বিখ্যাত গির্জা পিরামিডের সামনে দাঁড়িয়ে ছবিও তুললের দুই ক্ষেত্রে বিশেষায়িত দুই ব্যক্তি।
বিশ্বের রেকর্ডধারী সুলতান ও জ্যোতিকে আমন্ত্রণ জানানো হয় মিশরের পর্যটন বিভাগের পক্ষ হতে। এরপর তারা কায়রোর একটি পাঁচতারা হোটেলের সাংবাদিক সম্মেলনে অংশ নেন। ২০১১ হতে সুলতান এবং জ্যোতি যথাক্রমে বিশ্বের দীর্ঘতম ও ক্ষুদ্রতম মানবের বিশ্বরেকর্ড দখল করে রয়েছেন।
জানা গেছে, ৩৫ বছর বয়সী সুলতান বসবাস করেন তুরস্কের আঙ্কারায়। তার উচ্চতা ৮ফিট ১ ইঞ্চি। যে কারণে তিনি দীর্ঘতম মানুষের খেতাব ছিনিয়ে নিয়েছেন। অপরদিকে বিশ্বের ক্ষুদ্রতম মানব জ্যোতির জন্ম ১৯৯৩ সালে ভারতের নাগপুরে, তার উচ্চতা মাত্র ২ ফুট।