দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৯০ দশকের সাড়া জাগানো ইমতিয়াজ বাবুর গাওয়া সেই অডিও গান ‘ও পরানের পাখিরে’। প্রায় তিন দশক পর বেলাল খান ও পূজা ৯০ দশকের গান এসেছে নতুন আবহে।
৯০ দশকের সাড়া জাগানো ইমতিয়াজ বাবুর গাওয়া সেই অডিও গান ‘ও পরানের পাখিরে’। প্রায় তিন দশক পর আবার এসেছে নতুন আবহে।
কাজী ফারুক বাবুলের লেখা গানটির প্রথম চার লাইন রেখে তৈরি করা হয়েছে নতুন সংস্করণটি। বাকি কথাগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন। খায়েম আহমেদের সংগীত পরিচালনা করা এই গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটি গেয়েছেন বেলাল খান ও পূজা। এতে র্যাপ করেছেন স্লিম কিড।
এটি নিয়ে ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসিরের এস এ প্রোডাকশন। যার প্রমো প্রকাশিত হয়েছে গত ২৫ জানুয়ারি।
যেখানে নতুনভাবে হাজির হয়েছেন মডেল অর্ণব অন্তু এবং টয়া। পুরো গানটিতে নেচেছেন এই দুই মডেল।
নতুন রিমিক এই গানটি প্রসঙ্গে অর্ণব বলেন, ‘এখানে আমরা মূলত নাচতে চেয়েছি। এর প্রভাব দর্শকরা মিউজিক ভিডিওটিতে পাবেন। এটি যেহেতু বিখ্যাত একটি পুরনো গান, তাই আমরা নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই ভিডিওটি করেছি।’
গত বছরের শেষ দিকে বিএফডিসিতে এর শুটিং করা হয়। অর্ণব-টয়া ছাড়াও ভিডিওতে দুই কণ্ঠশিল্পী এবং র্যাপাররা অংশ নিয়েছেন। সম্পূর্ণ
গানটিও শীঘ্রই পাওয়া যাবে।
দেখুন ভিডিও গানটি
https://www.youtube.com/watch?v=J3lD5Zh8fxg