দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ৩১ জানুয়ারি (বুধবার) একসঙ্গে দেখা যাবে সুপারমুন, ব্লু মুন এবং চন্দ্রগ্রহণ। প্রায় ১৫২ বছর পর একইসময়ে ব্লু মুন, সুপারমুন এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে। সর্বশেষ ১৮৬৬ সালের ৩১ মার্চ এই বিরল দৃশ্য দেখা গিয়েছিল।
সাধারণতভাবে আমরা প্রতিমাসে একটি পূর্ণিমা দেখতে পাই। তবে কখনও কখনও একই মাসে দু’টি পূর্ণিমাও ঘটে থাকে। মাসের এই দ্বিতীয় পূর্ণিমাটিই হলো ব্লু মুন। জ্যোতির্বিজ্ঞানরা চাঁদ পৃথিবীর সবথেকে কাছে চলে আসার অবস্থাকে সুপারমুন হিসেবে আখ্যা দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন যে, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী হতে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়ে থাকে। চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে তখন চাঁদকে পৃথিবী হতে তুলনামূলকভাবে অনেক বড় ও উজ্জ্বল দেখায যায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে বলা হয় সুপারমুন। পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ এবং সূর্যের মাঝখানে এসে পড়ে, ঠিক তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। পৃথিবী হতে তাকালে চাঁদকে আংশিক কিংবা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য মনে হয়; এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়ে থাকে। এই ৩টি মহাজাগতিক ঘটনা আজ ৩১ জানুয়ারি একইসঙ্গে ঘটতে চলেছে যা অপরিচিত না হলেও বিরল বলা যায়।
ওয়াশিংটন পোস্ট, কোয়ার্টজ ও সিএনবিসি’র খবরে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সূর্যাস্তের পূর্বে উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চল হতে এই বিরল দৃশ্য দেখা যাবে। আন্তর্জাতিক তারিখ রেখার কারণে মধ্য এবং পূর্বাঞ্চলীয় এশিয়া, ইন্দোনেশিয়া, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশির ভাগ এলাকায় এই দৃশ্য দেখা যাবে ৩১ জানুয়ারি ২০১৮ সূর্যাস্তের পর। এ বছর ২০১৮ সালের ১ জানুয়ারি একটি সুপারমুন দেখা গিয়েছিল। আবার ৩১ জানুয়ারি আরেকটি সুপারমুন দেখা যাবে। একই মাসে দ্বিতীয় পূর্ণিমা বলে এটি ব্লু মুনও বলা হচ্ছে। আবার এইদিন চন্দ্রগহণও হবে।
সাধারণ হিসেবে বলা হয়েছে, চন্দ্র বছর সৌর বছরের তুলনায় গড়ে এগারো দিনের মতো কম হয়ে থাকে। এই অতিরিক্ত দিনগুলোর কারণে গড়ে প্রতি ২ দশমিক ৭ বছরে সৌরবর্ষপঞ্জীতে এক মাসে দু’টি পূর্ণিমা ঘটে থাকে। সাধারণত সৌর বর্ষপঞ্জিতে ১২টি পূর্ণ চন্দ্রমাস হয়ে থাকে। তবে সৌর মাসের তুলনায় চন্দ্র মাসের দৈর্ঘ্য খুব কম। চন্দ্রমাস ২৯.৫ দিনে সম্পন্ন হয়। এই বছর জানুয়ারি এবং মার্চ মাসে দুইবার করে পূর্ণিমা দেখা যাবে। তাই এক ব্যতিক্রমী বাস্তবতায় দুই মাসেই ব্লু মুনের দেখা মিলবে বলে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন।