দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ মাত্রই ভুল হয়। তবে সেটি যদি বড় কোনো ভুল হয় তাহলে তাকে পস্তাতে হয়। এমনই এক ঘটনা ঘটেছে চীনে। এক ব্যক্তি ডাস্টবিনে ময়লা মনে করে ফেললেন ১৬ লক্ষ টাকা! যদিও শেষ পর্যন্ত তিনি টাকাগুলো ফেরত পেয়েছেন।
এবার সত্যিই ডাস্টবিনে পাওয়া গেলো ১৬ লক্ষ টাকা। চীনের এক নাগরিক সম্প্রতি ডাস্টবিনে ফেলে দেন ১ লক্ষ ২৪ হাজার ইয়ান ভর্তি একটি ব্যাগ। বাংলাদেশী টাকায় যার মূল্য দাঁড়াচ্ছে ১৬ লক্ষ টাকারও বেশি!
সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এর এক খবরে জানা যায়, উত্তর চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ান শহরের বাসিন্দা ওয়াং একদিন বাসা হতে কালো রঙের দুইটি প্লাস্টিক ব্যাগ নিয়ে বের হন। একটিতে ছিল বাসার ময়লা আবর্জনা এবং আরেকটিতে ছিল নগদ টাকা।
ব্যাংকে টাকাগুলো জমা করার উদ্দেশ্য ছিল ওয়াং এর। তার আগেই ময়লার ভাগাড়ে গিয়ে আবর্জনার ব্যাগটি ফেলে দেন তিনি। তবে ব্যাংকে গিয়েই নিজের ভুল বুঝতে পারেন ওয়াং। তার সঙ্গে থাকা ব্যাগটিতে ছিল শুধুই আবর্জনা।
বার্তা সংস্থা সিসিটিভি এক প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করে। সেখানে আরও বলা হয়, ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গেই সেই ভাগাড়ে ছুটে যান ওয়াং। তবে সেখানে গিয়ে তার টাকা তিনি খুঁজে পাননি।
তারপর ওয়াং পুলিশের সাহায্য নেন। যে টাকার ব্যাগটি নিল তাকেও দেখা গেলো সিসিটিভি ফুটেজে। তবে মুখয়াবব পরিষ্কার বোঝা যাচ্ছিল না। শুধু বোঝা যাচ্ছে যে, একজন নারী টাকার ওই ব্যাগটি তুলে নিচ্ছেন।
আসলে ওয়াং ছিলেন ‘রাজ কপাল’ অধিকারী। কষ্টের এতোগুলো টাকা হারিয়ে যখন পাগলপ্রায় তখনই পুলিশের ফোনে থানায় গেলেন ওয়াং। পেয়ে গেলেন হারিয়ে যাওয়া টাকার সবটুকুই!
পুলিশ জানিয়েছে, টাকার ব্যাগ পাওয়া ওই নারীই থানায় এসে টাকার ব্যাগটি জমা করে যান! স্থানীয় একটি গণমাধ্যমকে ওই নারী বলেন, “এতোগুলো টাকা পাওয়ার পর আমি শান্তিতে ঘুমাতে পারিনি”। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেনি গণমাধ্যম।
আশা ছেড়ে দেওয়া টাকাগুলো পেয়ে ভীষণ খুশি ওয়াং। তাই স্থানীয় মুদ্রায় দুই হাজার ইয়ান উপহার দেন ওই নারীকে।