দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র ১২ বছর বয়সের বালিকা ১০২টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে! দুবাইয়ের ইন্ডিয়ান হাই স্কুলের ৭ম গ্রেডের শিক্ষার্থী এই বালিকা।
এই বালিকা গানপ্রিয় পরিবারের সন্তান। যে কারণে মাত্র চার বছর বয়স হতে গান শেখা শুরু। এখন বয়স তার ১২, দুবাইয়ের ইন্ডিয়ান হাই স্কুলের ৭ম গ্রেডের শিক্ষার্থী। ইতিমধ্যেই ১০২টি ভাষায় গান শেখা হয়ে গেছে। আরও নতুন নতুন ভাষায় গান শিখছে এই বিস্ময় বালিকা। সম্প্রতি দুবাইয়ে সোয়া ৬ ঘণ্টার এক অনুষ্ঠানে ১০২টি ভাষায় গান গেয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে এই বিস্ময় বালিকা।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, অসাধারণ প্রতিভার অধিকারিণী এই বালিকার নাম সুচেতা সতিশ। চার বছর বয়সে প্রথম কর্নাটকি ভাষায় গান শেখা শুরু তার। হিন্দি ভাষাকেন্দ্রীক গান নিয়ে সে পড়াশুনাও করছে। সেইসঙ্গে ২০১৬ সাল হতে বিদেশি ভাষায় গান শিখছে সুচেতা। এক বছরের একটু বেশি সময়ের মধ্যেই সে ৮০টি ভাষায় গান শিখে ফেলে। মধ্যপ্রাচ্যভিত্তিক গাল্ফ নিউজের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।
গিনেস বিশ্ব রেকর্ডের তথ্য মতে, বর্তমানে বিভিন্ন ভাষায় গান গাওয়ার রেকর্ড রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের গান্ধী হিলের বাসিন্দা ড. কেসিরাজু শ্রীনিভাসের। তিনি ২০০৮ সালে ৭৬টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড করেন।
গত ২৫ জানুয়ারি দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট অফিসে এক কনসার্টে গান গেয়ে আগত অতিথি ও শ্রোতাদের অবাক করে দেন সুচেতা।
সুচেতা শেখা বিদেশী ভাষার গানের মধ্যে রয়েছে বাংলা, আজারবাইজান, বুলগেরিয়া, চেক, ডাচ, সুইডিশ, রোমানিয়া, উর্দু, কুর্দিশ, পশতু, স্প্যানিশ, তুর্কি, পর্তুগীজ, আরবি এবং ইংরেজি ভাষা উল্লেখযোগ্য।
দেখুন সুচেতার গান