দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি যুবরাজ সালমানের বোনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। মোহাম্মদ বিন সালমানের বোনকে আটক করার জন্য গ্রেফতারী পরোয়ানা জারি করেছে ফ্রান্সের পুলিশ।
রাজতান্ত্রিক সৌদি আরবের সিংহাসনের ভবিষ্যত উত্তরাধিকারী মোহাম্মদ বিন সালমানের বোনকে আটক করতে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন ফ্রান্সের পুলিশ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।
জানা যায়, একজন কর্মীকে পেটাতে মোহাম্মদ বিন সালেমানের বোন হাসা বিনতে সালমান তার দেহরক্ষীকে আদেশ দিয়েছিলেন- এমন অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতে গত ডিসেম্বরে তার বিরুদ্ধে প্রেফতারী পরোয়ারা জারি করা হয়।
উল্লেখ্য, রাজকুমারী হাসা ২০১৬ সাল থেহতে ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমে মহার্ঘ-মূল্যের ফচ অ্যাভিনূতে বসবাস করে আসছিলেন।