দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্কার মোরেল নিউ ইয়র্কে বাংলাদেশী হত্যায় জড়িত রয়েছে বলে দোষী সাব্যস্ত করা হয়েছে।
নিউ ইয়র্কে এক বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান মসজিদের ইমাম ও তার সহযোগীকে গুলি করে হত্যার ঘটনায় অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। কুইন্স সুপ্রিম কোর্টের বিচারপতি গ্রেগরি লাসাকের এজলাসে প্রায় ৩ সপ্তাহের দীর্ঘ বিচার শেষে গত শুক্রবার ৩৭ বছর বয়সী মোরেলকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন বলেছেন যে, ব্রুকলিনের বাসিন্দা অস্কার মোরেল পরিকল্পিতভাবেই দিনে-দুপুরে ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) এবং তার সহযোগী থারা উদ্দিনকে (৬৪) হত্যা করে। ২০১৬ সালের ১৩ আগস্ট মাসে আল-ফুরকান জামে মসজিদ হতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
অ্যাটর্নি ব্রাউন এই হত্যাকাণ্ডকে ‘দিন-দুপুরে অনর্থক বন্দুক সহিংসতা, যা পরিবার ও শিশুদের এলাকায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছেন। যদিও দোষী সাব্যস্ত হওয়া মোরেল দুই বাংলাদেশীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে।