দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১ এপ্রিল ২০১৮ খৃস্টাব্দ, ১৮ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ, ১৩ রজব ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন সেটি লিচুর ফুল। তবে এবার অনেক গাছেই লিচুর মুকুল (ফুল) আসেনি। যে কারণে খামারিরা বেকায়দায় পড়েছেন।
বছরের এই সময়টিতে যাদের লিচুর বাগান আছে, তারা হয়তো গাছ বিক্রি করে দেন, অথবা নিজে তদারকি করেন লিচুর ভালো ফলন পাওয়ার জন্য। কিন্তু এ বছর লিচুর বাগানে গিয়ে দেখা গেছে যার ২০টি গাছ আছে, তার ৫/৭টিতেই মুকুল আসেনি! যে কারণে যারা পরিশ্রম করে বাগান লালন-পালন করেন তারা এ বছর লোকসান গুণবেন। ঈশ্বরদীর মূল লিচুর এলাকা জয়নগর, মানিকনগর, নতুন হাট, আওতাপাড়া, গড়গড়ি ও কামালপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে একই চিত্র দেখা গেছে।
ঈশ্বরদীর গড়গড়ির একটি লিচু বাগানের এই দৃশ্যটি গত সপ্তাহে ধরা পড়েছে দি ঢাকা টাইমস্ এর ক্যামেরায়।