The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নতুন গানের ভিডিও ‘কোকিলের ডিম’ প্রকাশ পেয়েছে [ভিডিও]

গানটি করা হয়েছে মূলত ‘ফরাসি আফিম’ অ্যালবামের জন্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন গান ‘কোকিলের ডিম’ প্রকাশ পেয়েছে। সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে এই ‘কোকিলের ডিম’ শিরোনামে নতুন গানের ভিডিও।

নতুন গানের ভিডিও ‘কোকিলের ডিম’ প্রকাশ পেয়েছে [ভিডিও] 1

গানটির কথাও একটু ব্যতিক্রমি। ‘তার ঠোঁট যেনো ফরাসি আফিম/ আর চোখ দুটো কোকিলের ডিম/ আমি বার বার বাঁধা পড়ে যাই/ সেই মেঘকালো চুলের খোপায়…।’ এমন কথার গান হলো নতুন গানের ভিডিও ‘কোকিলের ডিম’।

সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে প্রকাশ হয়েছে ‘কোকিলের ডিম’ শিরোনামে নতুন এই গানের ভিডিও। হিমেল হাসান বৈরাগীর লেখা এই গানের সুর করেছেন অভীক। তারসঙ্গে যৌথভাবে সঙ্গীতায়োজন করেছেন কোলকাতার প্রদ্যুত চ্যাটার্জি।

নতুন এই ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন বাবু। গানে মডেল হয়েছেন নুসরাত জাহান নীপা এবং হোসাইন নীরব। তার সঙ্গে আরও রয়েছেন অভীক। ভিডিও দৃশ্যে দেখা যাচ্ছে, আলাদীনের মতো আশ্চর্য প্রদীপ ঘষে একজন প্রেমিক তার প্রেমিকাকে কাছে টেনে নিলেন। সুন্দর সব লোকেশনে তাদের রোমান্স করতে দেখা যাচ্ছে।

গানটির পারিপার্শ্বিক দৃশ্যগুলো বেশ সুন্দর করা হয়েছে। গিটারে হিটলারের সহস্তিকা চিহ্ন, সব মিলিয়ে বেশ সুন্দর করা হয়েছে এই ভিডিও গানটি।

সুরকার ও গায়ক অভীক বলেছেন, গানটি করা হয়েছে মূলত ‘ফরাসি আফিম’ অ্যালবামের জন্য। সেখান থেকে প্রথম গান হিসেবে ‘কোকিলের ডিম’ প্রকাশ করা হলো। বাকি গানগুলো আসবে নিয়মিত বিরতির পর।’

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...