দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনার জানা পরা লোকের কথা আমরা আগেও শুনেছি। তবে এবার আরেকধাপ এগিয়ে এবার এক বর এলেন সোনার কোট, জুতা ও টাই পরে!
ঐশ্বর্যশালী বিয়ের প্রথার কথা উঠে এলে প্রথমেই উঠে আসে ভারতের নাম। কারণ হলো ভারতীয়রা বিয়েকে সব সময় অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকে। তাছাড়া ভারতীয়দের সোনার প্রতি মোহ একটু বেশিই থাকে। কিন্তু এবার ঘটেছে এর ব্যতিক্রমি ঘটনা। এবার এমন একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে!
ভারতীয়দের এই আগ্রহকে এবার হার মানিয়েছে এক পাকিস্তানী নাগরিক। পাকিস্তানের ওই ব্যক্তি বিয়ে করতে গেলেন সোনার কোট, জুতা ও টাই পরে!
পাকিস্তানী ওই ব্যক্তির নাম সালমান সাহিদ, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি পাকিস্তানের লাহোরে। সবাইকে অবাক করে দিয়ে তিনি তার ওয়ালিমা-দ্য রিসেপশনে পরেছিলেন কয়েক কোটি টাকা মূল্যের সোনার স্যুট। তার সঙ্গে ছিল ম্যাচিং স্বর্ণ খচিত টাই আর পায়ে ছিলো সোনার জুতা!
আর ঠিক এভাবেই সালমান সাহিদ সমস্ত লাইমলাইট নিজের দিকে করে নেন হবু স্ত্রীর কাছ থেকে। সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মুগ্ধ হন সোনা কোট, জুতা ও টাই দেখে!