The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

২৫০ বছর পর এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠলো

১৭৬৮ সালের পর আগ্নেয়গিরি জেগে উঠার এটিই প্রথম ঘটনা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৫০ বছর পর জাপানের কিরিশিমা পর্বতে অবস্থিত এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠলো। ১৭৬৮ সালের পর আগ্নেয়গিরি জেগে উঠার মতো কোনো ঘটনা এটিই প্রথম।

২৫০ বছর পর এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠলো 1

জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সির ধারণা মতে, ১৭৬৮ সালের পর আগ্নেয়গিরি জেগে উঠার এটিই প্রথম ঘটনা। আগ্নেয়গিরি জেগে উঠার পরই সাদা ধোঁয়ায় ঢেকে গেছে এর চতুর্দিক। খোদ বিজ্ঞানীরাও এই ঘটনায় বিশ্ময় প্রকাশ করেছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়।

দ্য নিউইয়র্ক পোষ্ট এর খবরে জানা যায়, ভৌগোলিক দিক হতেও যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে জাপান। এটিকে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বলে মনে করা হয়। দেশটিতে বর্তমানে ১১০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আগ্নেয়গিরি বিস্ফোরণের পর প্রশাসনের পক্ষ হতে সতর্কতা জারি করা হয়। ইতিমধ্যেই আশপাশের এলাকাসহ ওই স্থানটিকে `নো এন্ট্রি` জোন হিসেবে ঘোষণা করেছে দেশটির প্রশাসন।

উল্লেখ্য, গত মার্চ মাসে এই ধরণের আরও একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল। সেটি জেগে উঠে প্রায় ৭ বছর পর। তবে ২৫০ বছর পর আগ্নেয়গিরির জেগে উঠার বিষয়টি বিস্ময় সৃষ্টি করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...