দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকার কাছেই টঙ্গী মিরের বাজার ও কাঞ্চন ব্রীজের মাঝখানে পাঞ্জোরাতে অবস্থিত মাটির ঘর রেষ্টুরেন্ট। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলো পাবেন এখানে। মাটির ঘরে গাছের গুরি দিয়ে বানানো চেয়ার টেবিলে মাটির পাত্রে পরিবেশন করা হয় খাবার। বাহারী ভর্তা ও বাংলার ঐতিহ্যবাহী খাবার গুলো আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। দুপুরের খাবার খেয়ে বিকেলটা কাটাতে পারেন গাছের ছায়া ঘেরা জিন্দা পার্কে। টিম সাইজ বড় হলে আগে থেকে রেষ্টুরেন্টে ফোন করে গেলে সুবিধা হয়।
রেসিপিঃ
যেভাবে যাবেন :
কুড়িল বিশ্বরোড থেকে :-
কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চনব্রীজ ও গাউছিয়া গামী বিআরটিসি বাস পাবেন প্রতি ১৫/২০ মিনিট পরপর। বিআরটিসি বাসে করে চলে যাবেন কাঞ্চনব্রীজে (ভাড়া জনপ্রতি ২৫ টাকা)। সেখান থেকে অটো/লেগুনাতে করে চলে যাবেন পাঞ্জোরা একেবারে মাটিরঘর রেষ্টুরেন্টের সামনে নামবেন (ভাড়া – ২০/৩০ টাকা)।
টঙ্গী থেকে:-
টঙ্গী স্টেশন রোড থেকে বাস/লেগুনাতে করে চলে যাবেন মিরের বাজার (ভাড়া – ২০/৩০ টাকা) মিরের বাজার থেকে অটো/লেগুনাতে করে সরাসরি পাঞ্জোরা মাটির ঘর রেষ্টুরেন্টের সামনে।
মাটির ঘর রেষ্টুরেন্ট থেকে জিন্দা পার্ক :-
মাটির ঘর রেষ্টুরেন্টের সামনে থেকেই অটোতে করে যেতে পারবেন জিন্দাপার্কে। ভাড়া পরবে জনপ্রতি 20 টাকা।
Facebook Link: মাটির ঘর রেষ্টুরেন্ট