দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্জালে অবমুক্ত হয়েছে ‘তারই অপেক্ষায়’ নাটকের সেই আলোচিত গান মাওলা। সালেহীনের কন্ঠে গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কন্ঠশিল্পী সালেহীন।
তৌসিফ ও টয়া অভিনীত ‘তারই অপেক্ষায়’ নাটকটি ইতিমধ্যেই ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকে তৌসিফের মানসিক ভারসাম্যহীনতার ভিন্ন লুক দর্শকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে ব্যবহৃত গানটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করলো প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া।
এই ভিডিওটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। মিঠু মনিরের চিত্রগ্রহণে ভিডিওটির সম্পাদনা এবং রঙ বিন্যাসে ছিলেন মোহন আহমেদ। লোকাল বাস এন্টারটেইনমেন্ট-এর নির্মাণে এই ভিডিওটির এজেন্সি ছিলো ফ্যাক্টর থ্রি সল্যুশন্স।
এই নতুন গান সম্পর্কে সালেহীন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এটিই আমার প্রথম মৌলিক গান। লায়নিকের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ- আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। গানটি নাটকে ব্যবহৃত হওয়ার পর হতেই আশাতীত সাড়া পেয়েছি। আশা করছি শ্রোতারা গানটি শুনে ঠকবেন না।’