দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোনো গরীব দেশের নাগরিকরা যদি এমন কথা শোনের তাদের কাছে আশ্চর্যই লাগবে। কারণ এক টাকা দুই টাকা নয় এক বোতল হুইস্কির মূল্য সাড়ে ৯ কোটি টাকা!
হুইস্কির সঙ্গে আমরা খুব একটা পরিচিত নয়। তবে হুইস্কি কি জিনিস তা আমাদের সকলেরই জানা আছে। বিশেষ করে যাদের অগাধ টাকা পয়সা রয়েছে তাদের মধ্যে হু্ইস্কি খাওয়ার প্রবণতা দেখা যায়। তবে এক বোতল হুইস্কির দামে যদি হয় সাড়ে ৯ কোটি টাকা তখন আশ্চর্য না হয়ে পারা যায় না! স্কটল্যান্ডের এডিনবার্গে নিলামে এই বিপুল দামেই বিক্রি হয়েছে বিরল হুইস্কির এই বোতলটি। এই বিপুল দামের কারণ সম্পর্কে জানলে আপনি বিস্মিত হবেন।
হুইস্কির বোতলটি বিশ্বের অন্যতম সেরা স্বাদের বিরল। চলতি বছরের মে মাসে এই একই সংস্থার একটি হুইস্কির বোতল বিক্রি হয়েছে প্রায় ৯ কোটি ৩৩ লাখ টাকায়। তাকেও ছাপিয়ে গেলো এটি। এবারের এই বোতলটি বিক্রি হলো প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকায়!
কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বোতলটি কে কিনেছেন, তা সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। তবে রিচার্ড হার্ভে নামে এক হুইস্কি বিশেষজ্ঞ বলেছেন, এশিয়ার এক ব্যক্তি নিলামে কিনেছেন এই হুইস্কির বোতলটি!
এক তথ্য থেকে জানা যায়, ১৯২৬ সালে প্রথম এই হুইস্কি তৈরি করা হয়। এরপর ম্যাককালান ডিস্টেলারিতে এটি রাখা ছিল কাস্কেই। এটি বোতলে ভরা হয় ১৯৮৬ সালে। সর্বমোট ২৪টি বোতলে ভরা হয় এটি।
তারমধ্যে ১২টিতে পপ আর্টিস্ট পিটার ব্লেক এবং ১২টিতে ভালেরিও আদেমি লেবেল লাগানো হয়। সেই ভালেরিও আদেমির বয়স বর্তমানে ৮৩। ছবি ও কমিক আর্ট তার সবথেকে পছন্দের।
এক ভেন্ডর এই ম্যাককালান ডিস্টেলারি থেকে বোতলগুলো সরাসরি কেনেন। এর মালিকই নাকি বিক্রি করেছিলেন এগুলো।
বর্তমানে মুহূর্তে কতোগুলো বোতল অবশিষ্ট রয়েছে তা অবশ্য জানানো হয়নি। ২০১১ সালে জাপানের সুনামিতে নষ্ট হয়ে যায় একটি। এক বোতল কেও নাকি পানও করে ফেলেছিলেন।
জিনিউজের এক খবরে বলা হয়, বোনহামস সংস্থার নিকটে নাকি এখনও এই হুইস্কির ৩টি বোতল রয়েছে। বোনহামসের হুইস্কি স্পেশালিস্ট বলেছেন যে, ‘নয়া রেকর্ড গড়ে আমরা খুবই খুশি।’