দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে চট্টগ্রামে তাঁর মায়ের কবরস্থানের পাশেই দাফন করা হয়। মৃত্যুর মাত্র ৬ দিন আগে নিজের কবরের স্থান দেখিয়েছিলেন আইয়ুব বাচ্চু।
জন্মস্থান চট্টগ্রামে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। গতকাল ২০ অক্টোবর ৪টা ৩৭ মিনিটে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে হাজারো মুসল্লির অংশগ্রহণে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের চৈতন্যগলি কবরস্থানে।
সেখানে এই কিংবদন্তীর আগের ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। মৃত্যুর ৬ দিন আগেও আইয়ুব বাচ্চু চট্টগ্রামে গিয়েছিলেন একটি অনুষ্ঠান করতে। সেখানে মায়ের কবর জিয়ারত করতে যান এবং সেই সময় নিজের কবরের স্থান দেখিয়ে দেন।
এই বিষয়ে আইয়ুব বাচ্চুর মামা আব্দুল আলীম লোহানী বলেছেন, মৃত্যুর বিষয়টি তাঁর মধ্যে হয়তো জানা হয়ে গিয়েছিল। গত ১২ অক্টোবর শেষবারের মতো প্রোগ্রাম করতে চট্টগ্রামে আসেন আইয়ুব বাচ্চু।
সেদিন মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থানের তত্ত্বাবধায়ক জাফরকে বলেছিলেন, জাফর আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মায়ের পাশেই আমাকে কবর দিবা। তিনি এই সময় কবরের জায়গাও দেখিয়ে দেন বলে জানিয়েছেন মামা আব্দুল আলীম।
চৈতন্য গলি কবরস্থানের মতোয়ালী হাফেজ গোলাম রহমান বলেছেন যে, আইয়ুব বাচ্চু চট্টগ্রামে এলেই মায়ের কবর জিয়ারত করতে এই কবরস্থানে আসতেন। মূলত তার ইচ্ছায় এখানে কবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চু। ৫৬ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এদিন সকালে তিনি মারা যান।