দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৮ অক্টোবর ২০১৮ খৃস্টাব্দ, ১৩ কার্ত্তিক ১৪২৫ বঙ্গাব্দ, ১৮ সফর ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
সত্যিই এমন দৃশ্য চোখে ধরার মতো। সবুজে ঘেরা এক অনন্য দৃশ্য। এমন সুন্দর একটি রেলপথ হতে পারে তা মনে হয় চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
একে বলা হয় Tunnel of Love বা ভালোবাসার সুড়ঙ্গ রেলপথ। এটি ইউক্রেনের ক্লেভান শহরের নিকট অবস্থিত। এই রেলপথটি ৫ কিলোমিটার দীর্ঘ ও সবুজ গাছপালা দিয়ে ঘেরা সুড়ঙ্গের মতোই।
এই রেলপথের ভেতরটা দেখলে মনে হবে, যেনো সবুজ স্বপ্ন বা স্বপ্নে দেখা কোনো শিল্পীর তুলিতে আঁকা ভালোবাসার এক সবুজ সুড়ঙ্গ! সে কারণে ৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথকে বলা হয়, Tunnel of Love বা ভালোবাসার সুড়ঙ্গপথ। রেলপথটি মূলত বেসরকারি একটি কাঠ কারখানার কাঠ সরবরাহের কাজে ব্যবহৃত হয়। রেললাইনের দুইপাশে থাকা সবুজ গাছগুলি সবুজ গম্বুজের ন্যায় তৈরি করা হয়েছে, যে কারণে অনেক দম্পতির পাশাপাশি ফটোগ্রাফারদের আকৃষ্ট করে এই স্থানটি। এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ।
ছবি ও তথ্য: http://itibritto.com এর সৌজন্যে।