দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮ খৃস্টাব্দ, ১১ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, ১৬ রবিউস সানি ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
এক ব্যতিক্রমি সমুদ্রের নীল ঢেউ এর এই দৃশ্যটি সত্যিই চমৎকার একটি দৃশ্য। সাধারণ এমন দৃশ্য চোখে পড়ে না।
আপনি হয়তো কখনও সাগরের নীল পানি দেখেছেন, তবে রাতের বেলা ঢেউগুলো এসে যখন তীরে আছড়ে পড়ে তখনও যদি নীল হয়ে জ্বলে ওঠে তাহলে সেটি দেখতে কেমন দেখাবে একবার ভাবুন!
যে ছবিটি দেখছেন সেটি বাস্তবেই তোলা ছবি, ফটোশপ নয়। তবে পৃথিবীর কিছু কিছু স্থানে এটি দেখা যায়। সমুদ্রে কিছু কিছু ফাইটোপ্লাংটন রয়েছে যাদেরকে বলা হয় বায়ো-লুমিনেসেন্স। এরা বিপদের সম্মুখীন হলেই শত্রুকে ভয় দেখাতে আত্মরক্ষামূলক প্রচেষ্টা হিসেবে হালকা নীল আলোর বিচ্চুরণ ঘটিয়ে থাকে। আবার অনেকেই বিশ্বাস করেন পানিতে থাকা ফসফরাস বাতাসের সংস্পর্শে এসে এমন নীল আলোর বিচ্চুরণ ঘটিয়ে থাকে। আটলান্টিক এবং প্যাসিফিক মহাসাগরে এটি খুব বেশি দেখা যায়। বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপেও রাতের বেলা এটি দেখা যায়। ছবিটি মালদ্বীপের।
তথ্য: http://ictbangla21.blogspot.com এর সৌজন্যে।