দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল মামুনের কথায় বর্ণ চক্রবর্তীর নতুন গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। ব্যতিক্রমধর্মী গায়কী দিয়ে ইতিমধ্যে এই গানটির জন্য সাড়া ফেলেছেন বর্ণ চক্রবর্তী।
এবার তার সঙ্গে যুক্ত হলেন তরুণ কবি এবং সাংবাদিক আল মামুন। তার লেখা গানে প্রথমবারের মতো সুর করলেন বর্ণ চক্রবর্তী।
আল মামুনের লেখা বর্ণ চক্রবর্তীর গাওয়া ‘তুমি আমি’ শিরোনামের রোমান্টিক এই গানটি সম্প্রতি হিউজ টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী নিজেই।
গানটি সম্পর্কে বর্ণ চক্রবর্তী বলেছেন, ‘মিডিয়ায় কাজ করার সুবাদেই আল মামুনের সঙ্গে আমার পরিচয়। এক দিন কথা প্রসঙ্গে জানালেন তিনিও নাকি গান লেখেন। পরে তিনি আমাকে তার লেখা বেশকিছু গান আমাকে দেন, দেখে ভালো লাগে আমার। সেখান থেকেই ‘তুমি আমি’ গানটিতে সুর ও সঙ্গীত আয়োজন করেছি। দেখা যাক শ্রোতারা কেমন সাড়া দেন।’
এ সম্পর্কে আল মামুন বলেছেন, ‘গল্প-কবিতা-গান লিখি খুব ছোটবেলা থেকেই। গল্পের-কবিতার বই প্রকাশিত হলেও এর আগে আমার লেখা গানে কেও সুর করেনি। এবার বর্ণ চক্রবর্তী সুর করলেন এবং গাইলেন, আমার ভালোই লাগলো গানটি। আশা করি রোমান্টিক ঘরানার এই গানটি শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’