দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা বিভিন্ন সময় নানা ভিডিও দেখে থাকি। আজ রয়েছে একটু ব্যতিক্রমি ভিডিও। যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি কাক কিভাবে মাছ খাচ্ছে!
মাছের দোকানে গিয়ে কাকের বড় মাছ বাছাইয়ের ভিডিওটি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এমন এক ঘটনা ঘটেছে ভারতের কেরালে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে, একটি বড় পাত্রের মধ্যে রাখা রয়েছে ছোট-বড় বিভিন্ন আকারের মাছ। একটি কাক এসে বসলো ওই পাত্রের ওপর। তারপর একটি মাছ ঠোঁটে নিলো। আবার সেটি রেখেও দিলো।
এটি দেখার পর দোকানি একটি ছোট মাছ তুলে কাকটির ঠোঁটের কাছে ধরলেন। কাকটি প্রথমে একটু ভয় পেলেও পরে দেখা গেলো মাছটি ঠোঁটে নেয়। এরপর সেটি আবার রেখে দেয়।
দোকানি আবার ওই কাককে আরেকটি মাছ দেয়। সেটিও পছন্দ হয় না ওই কাকটির। তারপর দোকানি আবারও একটি বড় আকারের মাছ কাকটিকে দেন। এবার কাকটি ওই মাছ নিয়ে উড়ে চলে যায়।
দোকানির সঙ্গে মাছ নিয়ে কাকের এই দেনদরবারের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তা ভাইরাল হয়ে যায়।
দেখুন ভিডিওটি
https://twitter.com/hashtag/WhatsAppForward?src=hash