দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সবচেয়ে বিপজ্জনক অ্যাপের তালিকায় রয়েছে ২৯টি অ্যাপ। যে অ্যাপগুলো গোপনে ফোন থেকে ছবিও চুরি করে ফেলে। সেইসব অ্যাপসগুলো প্লেস্টোর হতে সরিয়ে ফেলেছে গুগল।
সবচেয়ে বিপজ্জনক অ্যাপের তালিকায় রয়েছে ২৯টি অ্যাপ। যে অ্যাপগুলো গোপনে ফোন থেকে ছবিও চুরি করে ফেলে। সেইসব অ্যাপসগুলো প্লেস্টোর হতে সরিয়ে ফেলেছে গুগল।
এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, স্মার্টফোন হতে এসব বিপজ্জনক অ্যাপ এখনও আনইনস্টল না করলে সেটি বিপদ ডেকে আনতে পারে। আপনার স্মার্টফোনে এসব বিপজ্জনক অ্যাপগুলো রয়েছে কি না, তা দেখে নিন। তারপর তা দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলুন।
গত বছরও গুগল তাদের প্লেস্টোর হতে এক হাজারের বেশি অ্যাপ সরিয়ে ফেলেছে। এসব অ্যাপের মধ্যে কিছু ছিল অ্যাডওয়্যার, কিছু ম্যালওয়্যার ও কিছু অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তেই তার অবস্থান শনাক্ত এবং কথোপকথন রেকর্ড করার অভিযোগও ওঠেছে।
বিপজ্জনক অ্যাপসগুলোর তালিকাুগলো হলো:
আর্ট ফিল্টার ফটো ইফেক্টস, আর্ট ফিল্টার ফটো এডিটর, আর্ট এডিটর, আর্ট ইফেক্টস ফর ফটো, ওয়ালপেপার্স এইচডি, সুপার ক্যামেরা, ম্যাজিক আর্ট ফিল্টার ফটো এডিটর, পিক্সার, সেলফি ক্যামেরা প্রো, প্রো ক্যামেরা বিউটি, প্রিজমা ফটো ইফেক্ট, ফটো এডিটর, হরাইজন বিউটি ক্যামেরা, ফটো আর্ট ইফেক্ট, কার্টুন ফটো ফিল্টার, কার্টুন ইফেক্ট, কার্টুন আর্ট ফটো, কার্টুন আর্ট ফটোস, কার্টুন আর্ট ফটো ফিল্টার, অসাম কার্টুন আর্ট, আর্ট ফিল্টার, আর্ট ফ্লিপ ফটো এডিটিং, আর্ট ফিল্টার ফটো, ফিল আর্ট ফটো এডিটর, ইমোজি ক্যামেরা, আর্টিস্টিক ইফেক্ট ফিল্টার, বিউটি ক্যামেরা, আর্ট ইফেক্ট এবং আর্ট ইফেক্ট অ্যাপ।