দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বাটির দাম নাকি ৫ লাখ ডলার! এমন কথা শুনে যে কেও আশ্চর্য হতে পারেন। কিন্তু ঘটনাটি সত্যি। এমন একটি খবর নেট দুনিয়ায় এখন সবার মুখে মুখে।
একেবারে ধবধবে সাদা রঙের পোর্সেলিনের উপর নীল রঙের ফুলের কাজ। খুবই সুন্দর দেখতে এই বাটিটি। বাড়ির কাছের এক দোকান হতে বাটিটি কিনেছিলেন আমেরিকার কানেকটিকাটের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি। তার দাম পড়েছিল মাত্র ৩৫ ডলার।
তবে বাড়ি ফিরে বাটিটিকে ভালো করে দেখেই তিনি বুঝতে পারেন- এটি কোনো সাধারণ বাটি নয়। সঙ্গে সঙ্গে ছুটলেন তিনি এক পুরাতত্ত্ববিদের নিকট। বাটিটি পরীক্ষা করে পুরাতত্ত্ববিদ যা বললেন, তাতে চোখ কপালে উঠলো ওই ব্যক্তির!
জানা গেলো যে, বাটিটি ১৫ শতকের মিং সাম্রাজ্যের সময়কার বাটি। ১৩৬৮ হতে ১৬৪৪ সাল পর্যন্ত চীনে মিং সাম্রাজ্যের আধিপত্য ছিল। সেই সময়েই রাজাদের জন্য মূল্যবান এই ধরণের পোর্সেলিনের বাসনপত্র ইত্যাদি ব্যবহার হতো।
তবে এ রকম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি জিনিস চীন হতে আমেরিকায় কীভাবে পৌঁছালো- তা ভাবতে গিয়ে আশ্চর্য হচ্ছেন বিশেষজ্ঞরা। আপাতত সেটি পুরাতত্ত্ববিদদেরই মাথাব্যথা। তবে ভয়ানক দামি এই বাটি নিয়ে কী করবেন ওই ব্যক্তিটি? তিনি ঠিক করলেন যে, বাটিটি তিনি নিলামে তুলবেন।
বিশেষজ্ঞদের কাছ থেকে যাচাই করার পর ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বাটিটির দামও তিনি জেনে নিয়েছেন। তিনি জানলেন, এর দাম ৩ লাখ হতে ৫ লাখ ডলার। শীঘ্রই নিলামে উঠবে অসম্ভব দামী বাটিটি। তথ্যসূত্র: জিনিউজ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।