দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনেই ১১৪ জনের বেশি নিহত হয়েছেন।
দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে এতো মানুষের মৃত্যু আর দেখা যায়নি। বার্তাসংস্থা রয়টার্স এর উদ্বৃত করে এই খবর দিয়েছে একুশে টেলিভিশন।
২৭ মার্চ মিয়ানমার জুড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। এইদিন সশস্ত্র বাহিনী দিবস পালন করে দেশটির সেনাবাহিনী।
দিবসটিকে কেন্দ্র করে আগের দিনই বিক্ষোভকারীদের মাথা ও পিঠে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। সেই হুমকি উপেক্ষা করে রাজপথে নামেন মিয়ানমারের হাজার হাজার মানুষ। আর তখনই তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভের পর গতকাল (শনিবার) সবচেয়ে বেশি সহিংসতা হলো। দেশটির স্বশস্ত্র বাহিনী দিবসে এমন নৃশংস ঘটনাটি ঘটেছে। সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন, মান্দালায়সহ বেশ কিছু শহরে এই সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ বছরের এক শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে শুধুমাত্র মান্দালায়তে। ইয়াঙ্গুনে ২৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম। দেশটিতে চলমান এই বিক্ষোভে এ পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু ঘটেছে।
বেসামরিক নাগরিকদের নির্বিচারে এভাবে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য।
এক প্রতিবেদনে এএপিপি বলেছে, নিহতদের মধ্যে এক-চতুর্থাংশকেই মাথায় গুলি করে হত্যা করা হয়। হত্যার উদ্দেশেই তাদের গুলি করা হয়েছে বলে সন্দেহ আরও জোরালো হচ্ছে। নিহতদের প্রায় ৯০ শতাংশই ছিলো পুরুষ। আর ৩৬ শতাংশের বয়সই ঝিলো ২৪ বছরের কম।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।