দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৩০০ বসতি নির্মাণ করার ঘোষণা দেওয়ার পর কঠোর ভাষায় তার নিন্দা জানিয়েছে আরব লীগ।
২২ জাতির এই সংস্থাটি সোমবার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন জনগোষ্ঠীর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল অব্যাহতভাবে আগ্রাসন চালিয়ে আসছে, যার অংশ হিসেবে এই বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।
ইহুদিবাদী ইসরাইলের গৃহায়ন মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, পশ্চিম তীরের ৮টি অংশে ১৩৫৫টি বসতি নির্মাণ করার জন্য টেন্ডারও প্রকাশ করা হয়েছে। এর ঠিক একদিন পরই আরব লীগ কড়া ভাষায় এই বিবৃতি প্রকাশ করেছে।
ইসরাইলের মন্ত্রণালয় বলেছে যে, গত আগস্ট মাসে যে ২০০০ বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল নতুন এই ১৩৫৫ ইউনিট হবে তারই বর্ধিতাংশ। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরারা এইসব ইউনিটে বসবাসের সুযোগও পাবেন।
ইসরাইলি পরিকল্পনার ব্যাপারে আরবলীগ বলেছে যে, পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিকরণের অংশ হিসেবেই ইসরাইল এইসব বসতি নির্মাণ করছে। যে কারণে পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে সংকট সমাধানের আশা আরও ক্ষীণ হয়ে আসছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরব লীগ আরও বলেছে, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুসারে অধিকৃত ফিলিস্তিনে যে কোনো বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট দেশগুলোকে এগিয়ে আসার জন্য আরব লীগ উদাত্ত আহ্বান জানিয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।