দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ফোন রেকর্ড ফাঁস নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা মাহি। ‘পরিস্থিতির শিকার হয়েছেন’ বলে দাবি করেছেন মাহি।
মক্কায় স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরা পালন করতে গেছেন মাহি। রবিবার রাতে ফাঁস হওয়া অডিও নিয়ে সোমবার দিনভর ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার সূত্র ধরে সমালোচনার শিকার হন চিত্রনায়িকা মাহি নিজেও।
সন্ধ্যায় মক্কা হতে এক ভিডিও বার্তায় মাহিয়া মাহি বলেন, ‘আমার আসলে সেদিন বলার কোনো ভাষায় ছিল না। সেজন্যই আমি প্রতিবাদ করিনি। আমি নিজের মতো আমার মনে হয়েছে যে, আমার পাশ কাটিয়েই যাওয়া উচিৎ। তাই আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি।’
ঠিক দুই বছর আগের একটি ঘটনা ছিল ও বরাবরের মতো আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে আমি নিজেও কষ্ট পেয়েছি, কোনো না কোনো ভাবে তার রেজাল্টটা তিনি পেয়েছেন।
মাহি ভিডিও বার্তায় দাবি করেন যে, প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ২ বছর পূর্বে তার ফোনালাপ হয়েছিল।
এই ফোনালাপ ফাঁসের ঘটনা নিয়ে তিনি বলেছেন, ‘অডিওটা নিয়ে সেদিনও ভীষণ বিব্রত হয়েছিলাম। নিজের আত্মসম্মানবোধ কতোটুকু আঘাত লেগেছে সেটি শুধু আমি জানি এবং আমার আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত বোধ করছি। আরও একবার নিজের কাছেই নিজে তো ছোট হয়েছি। দেশবাসীর কাছেও আরও একবার ছোট হলাম। আপনারা নিজে থেকে চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিৎ ছিল?’
ভিডিওবার্তায় মাহি আরও বলেন, ‘আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষই ছিল না। আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম।’
উল্লেখ্য, ওই ফোনালাপ ফাঁস হওয়ায় সরকার বিব্রত হয়েছে। যে কারণে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হলে আজ (মঙ্গলবার) তিনি পদত্যাগ করেন।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।