দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নীল সমুদ্রের মাঝে অপার সৌন্দর্যের প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন। সারা বছরই দ্বীপটিতে থাকে পর্যটকদের আগমন। উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে সেখানে নানা আনন্দে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। সেখানে বর্জ্য থেকে তৈরি করা হয়েছে নান্দনিক ভাস্কর্য!
খুব সঙ্গত কারণেই পর্যটকরা খাবার-দাবারের ব্যবস্থা সঙ্গে রাখেন সেন্টমার্টিনে গেলে। স্থানীয়ভাবেও চিপস-বিস্কুট, কোমল পানীয়সহ নানা ধরনের খাবার বিক্রি করা হয়ে থাকে। এসব খাবারের মোড়কে ক্রমেই ছেয়ে যাচ্ছে এই প্রবাল দ্বীপটি।এরই মধ্যে সচেতনতামূলক একটি প্রশংসনীয় কাজ করেন পরিবেশপ্রেমী কিছু মানুষ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী আহসান হাবীবের তত্ত্বাবধানে সেন্টমার্টিন দ্বীপের সৈকত হতে অপচনশীল বর্জ্য সংগ্রহ করে দ্বীপের পশ্চিম তীরে ১৮ফিট বাই ১২ ফিট আকারের কোরাল মাছের ভাস্কর্য তৈরি করা হয়েছে এখানে।
এই কর্মের মাধ্যমে একদিকে যেমন নান্দনিক শিল্পকর্ম সৃষ্টি হয়েছে, সেইসঙ্গে অপচনশীল বর্জ সরানোর কারণে পরিস্কার হয়েছে দ্বীপের সৈকত। সবচেয়ে বড় কথা হলো মানুষকে সচেতন করার জন্য মাছের এই ভাস্কর্যটি যেনো প্রবাল দ্বীপের বাতিঘর হিসেবে দেখা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।