দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওয়াশিং মেশিন আসার পর আমাদের জামা-কাপড় ধোয়ার কাজ সহজ হয়ে গেছে। সাধারণত ভারি থেকে হালকা বিভিন্ন রকম পোশাকই ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার করে থাকি। আজ জেনে নিন কাপড় ছাড়াও আরও যেসব জিনিস ধোয়া যায়।
কাপড় ধোয়াতে পরিশ্রম যেমন কমে, তেমনি পরিষ্কারও ভালো হয়। তবে আপনি জানেন কী? এমন অনেক জিনিসই রয়েছে যা পরিষ্কার করতে পারবেন ওয়াশিং মেশিনেও। আমরা অনেকেই এই সব জিনিস এভাবে পরিষ্কার করার কথা কখনও চিন্তাও করি নাই। তাহলে আজ জেনে নিন কোন কোন জিনিস পরিষ্কার করার শ্রম কমিয়ে খুব সহজেই ওয়াশিং মেশিনে দিতে পারবেন।
খেলার সরঞ্জামাদী
নিজের কিংবা বাড়ির কোনও সদস্যের খেলাধুলোর সরঞ্জাম আপনি খুব সহজেই ওয়াশিং মেশিনে দিতে পারেন। জার্সি ছাড়াও টুপি, গ্লাভস, প্যাড, হ্যান্ডব্যান্ড ইত্যাদি আপনি পরিষ্কার করতে পারেন আপনার ঘরের ওয়াশিং মেশিনে। স্লো ওয়াশিং সাইকেল পদ্ধতিতে এবং হালকা ক্ষারযুক্ত কোনো ডিটারজেন্ট ব্যবহার করে পরিষ্কার করতে পারবেন এগুলো। তবে এইসব সামগ্রী অবশ্যই অন্য কাপড়ের সঙ্গে দেওয়া যাবে না। পৃথকভাবে দিতে হবে।
বাজারের ব্যাগ
বাজারের ধুলো-কাদায় ব্যাগ নোংরা হয়ে যাওয়া খুব স্বাভাবিক। সঙ্গে কাঁচা শাক-সবজির এবং মাছ-মাংসের দাগেও ব্যাগ নোংরা হতে পারে। চটের কিংবা কাপড়ের তৈরি ব্যাগও ধোয়ার কাজ করতে পারেন ওয়াশিং মেশিনেই। তবে এইসব সামগ্রী অবশ্যই অন্য কাপড়ের সঙ্গে দেওয়া যাবে না। পৃথকভাবে দিতে হবে।
রান্নাঘরের সরঞ্জাম
ওভেনের মুখের রাবারব্যান্ড হোক কিংবা টেবিল ম্যাট ওয়াশিং মেশিনেই পরিষ্কার করুন। তবে ঠাণ্ডা পানি ব্যবহার করে তবেই ধোয়ার কাজ সারতে হবে।
জুতা পরিষ্কার করা
শুনে আপনি হয়তো অবাক হবেন যে ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারবেন জুতাও। কাপড়ের যে কোনো জুতা পরিষ্কার করতেও এই যন্ত্রটি ব্যবহার করতে পারেন।
গৃহস্থালি সরঞ্জাম
যোগাসন করার ম্যাট, পাপোশ, মাউজ প্যাড এসবও খুব সহজেই ওয়াশিং মেশিনে দিতে পারেন। তবে এগুলো দেওয়ার সময় কখনই গরম পানি ব্যবহার করবেন না। কম ক্ষারযুক্ত ডিটারজেন্ট এবং ঠাণ্ডা পানিতেই পরিষ্কার করতে পারবেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।