দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিল্কিওয়েতে ‘অতীতের যে কোনো কিছু’ থেকে পৃথক অজ্ঞাত ঘূর্ণমান বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
এই রহস্যময় বস্তুটি আসলে কী, তারা এখনও নিশ্চিত করতে পারেননি। ওই বস্তুটি প্রথম চিহ্নিত করেন অস্ট্রেলিয়ার একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তারা দেখেছেন যে, বস্তুটি থেকে ১৮ মিনিট ধরে বিপুল পরিমাণে বেতার শক্তি নিঃসরণ করে যাচ্ছে।
মহাবিশ্বে এমন অনেক বস্তুই রয়েছে, যেগুলো থেকে শক্তি নিঃসরণও হতে দেখা যায়। তবে এক মিনিটের বেশি সময় ধরে এমন শক্তি নিঃসরণের বিষয়টিকে খুবই বিরল বলে মনে করছেন তারা।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের একটি দল বিষয়টি নিয়ে আরও জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।
নতুন পদ্ধতি ব্যবহার করে একটি টেলিস্কোপের মাধ্যমে পশ্চিম অস্ট্রেলিয়া হতে টাইরন ও-ডোহের্টি নামে কার্টিন ইউনিভার্সিটির এক ছাত্র প্রথমেই বিষয়টি অবলোকন করেন।
তিনি আরও বলেন, ‘আমরা যখন দেখছিলাম তখন এটা (ওই বস্তুটি) কয়েক ঘণ্টা ধরেই বারবার দৃশ্যমান এবং অদৃশ্য হচ্ছিল।’
তিনি বলেছেন, ‘এটা একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। বিষয়টি একজন জ্যোতির্বিদের জন্য খুবই ভুতুড়ে বিষয়; কারণ আমাদের জানা মতে মহাকালে এমন কোনো বস্তু এই ধরনের নেই, যেটি এই রকম আচরণ করতে পারে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।