দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ১৩ বছরের সফল পার্টনারশিপের পর ডিজিটালাইজেশন ত্বরাণ্বিত করার লক্ষ্যে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করলো ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন এবং বাংলাদেশ ব্যাংক।
চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংক দেশের টেক সার্ভিস লিডারের উদ্ভাবনী আইসিটি সল্যুশন ও জিপি মোবিলিটি ব্যবহার করবে। আর গ্রামীণফোন কেন্দ্রীয় ব্যাংকের জন্য সর্বোচ্চ নেটওয়ার্ক সহায়তা নিশ্চিত করবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
এই সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, গ্রামীণফোনের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট নুরুল ফেরদৌস মুসান্না।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ- মহাব্যবস্থাপক কাজী মো. মনির উদ্দিন ও যুগ্ম পরিচালক মো. আবুল হাসেম। গ্রামীণফোন হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক-১ খন্দকার রিয়াজ রহমান, হেড অব ফাইন্যান্সিয়াল রেগুলেটর অ্যান্ড ইনস্টিটিউশনাল স্ট্র্যাটেজিক রিলেশনস মোহাম্মদ রেজওয়ান উল্লাহ ও স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. এরশাদুল ইসলাম এবং তাজরিনা আলম। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।