দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত তিনি রোমান্টিক, আধুনিক, বিরহ, রক, র্যাপ বিভিন্ন ধাঁচের গান গেয়েই বেশি পরিচিতি পেয়েছেন। তবে এবারই প্রথম কণ্ঠশিল্পী শেখ সাদী ফোক ধাঁচের গানে কণ্ঠ দিয়েছেন।
বেদনা বিধুর কণ্ঠে ‘বন্ধুর আচরণ’ নামে এই গানটি নিজের ইউটিউবে প্রকাশ করেছেন তরুণ শিল্পী শেখ সাদী।
শুধু অডিওই নয়, গল্প আকারে একটি দৃষ্টি নন্দন ভিডিও বানিয়ে গানটি অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে। প্রকাশিত এই গান থেকে দর্শকদের বেশ প্রশংসাও পাচ্ছেন বলেও জানালেন ‘ললনা’ খ্যাত এই গায়ক। দর্শকরা মন্তব্য করেছেন- তাদের হৃদয় ছুঁয়ে গেছে। আবার কেও কেও বলেছেন, এই গানটি শুনে অতীতের প্রেমের দিনগুলো স্মৃতিতে যেনো নাড়া দিয়েছে। বেশিরভাগ দর্শক ‘অসাধারণ গান’ বলেও উল্লেখ করেনছেন।
‘বন্ধুর আচরণ’ হলো শেখ সাদীর গাওয়া ২৫তম মৌলিক গান। তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ‘ললনা’ গানটি গেয়ে। এরপর দাঁড়ি কমা, সোনা বন্দেসহ একাধিক কাভার এবং ম্যাশআপ গানে কণ্ঠ দিয়ে তরুণ প্রজন্মের গান প্রেমীদের কাছে পরিচিতি পান এই শিল্পী।
নিজের গাওয়া প্রথম ফোক গান নিয়ে উচ্ছ্বসিত হয়ে শেখ সাদী একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, এটি আমার প্রথম গাওয়া মৌলিক ফোক গান। এই ধাঁচের গানই আমাদের নিজস্ব সংস্কৃতি রিপ্রেজেন্ট করে। যাকে বলা যায় শিকড়ের গান। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। যখন গানের কথা এবং সুর পাই একবারেই তখন ভালো লেগে যায়। ফোক গানে কণ্ঠ দিয়ে আমার দারুণ এক অভিজ্ঞতা হলো।
‘বন্ধুর আচরণ’ গানের কথা এবং সুর করেছেন শামরান আহমেদ মিলন, আর সংগীত করেন বিপ্লব। গানটিতে শেখ সাদীর সঙ্গে মডেল ছিলেন মারিয়া শান্ত এবং আলভী। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সোহেল রাজ।
দেখুন ভিডিও গানটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।