দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিন সিনেমার মধ্যে সিনেমা হল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, শীর্ষে রয়েছে ‘পরাণ’। এবার যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-কানাডাসহ ৮টি দেশে মুক্তি পাচ্ছে ছবিটি।
মুক্তির দিন থেকেই হলগুলো ব্যাপক দর্শক টানছে সিনেমাটি। সাফল্যের ধারাবাহিকতায় ১১ থেকে দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে দেদারসে চলছে লাইভ টেকনোলজিস প্রযোজিত চলচ্চিত্র ‘পরাণ’।
সময়ের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী পরিচালিত ঈদের আলোচিত এই সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হয় গত শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে। এই শো-তে এসেছিলেন দেশের সিনেমা ও টিভি নাটকের খ্যাতিমান তারকা নির্মাতা এবং শিল্পীরা।
সেখানে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন, আরিফিন শুভ, সিয়াম, মিশা সওদাগর, নিরব, পরীমনি, তমা মির্জা, শাওন, দীঘি, টয়া, মনিরা মিঠু, বুলবুল বিশ্বাস, বদিউল আলম খোকন, পূজা চেরী, আশফাক নিপুন, মাহিসহ অনেকেই। প্রত্যেকেই সিনেমাটি উপভোগ করেছেন। সেই সঙ্গে ছিলেন ‘পরাণ’র শিল্পী বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, রাশেদ মামুন অপু, অপু আহমেদ এবং পরিচালক রায়হান রাফী নিজেও।
তবে এই স্পেশাল শো-তে এসে বিশেষভাবে নজর কেড়েছেন জনপ্রিয় নায়িকা পরীমনি। অন্তঃসত্ত্বা হলেও স্বামী শরিফুল রাজের সাফল্যে পরীমনি ছুটে আসেন সিনেমা হলে। সবার সঙ্গে বসে তিনি সিনেমাটি উপভোগ করেন। সেইসঙ্গে পরীমনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদেও ফেলেন। পরিচালক রায়হান রাফীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তারকা শিল্পীরা। রাফী নিজেও সবার বাহবায় আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন।
দ্য অভি কথাচিত্র সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে। সেই সূত্রে জানা যায় যে, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখা মিলিয়ে রেকর্ড পরিমাণ শো চলছে সিনেমাটির। সেইসঙ্গে ঢাকার সবগুলো সিঙ্গেল স্ক্রিনে চলছে পরাণ, যা এবারই প্রথম কোনো সিনেমার ক্ষেত্রে ঘটলো। একইসঙ্গে দেশের বড় বড় হলগুলোতে মিলিয়ে মোট ৫৫ সিনেমা হলে চলছে ঈদের সিনেমা পরাণ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।