দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৪৭-এর দেশভাগ এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাপিত জীবন’। সিনেমাটিতে প্রথমবার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী রোকেয়া প্রাচী।
এই সিনেমাটিতে আফজাল হোসেন-রোকেয়া প্রাচী স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। গত ২২ নভেম্বর থেকে রাজবাড়ির বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। ২৮ নভেম্বর হতে শুটিংয়ে অংশ নিয়েছেন আফজাল হোসেন এবং রোকেয়া প্রাচী। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব।
আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘প্রথমবার আফজাল ভাইয়ের সঙ্গে আমি কাজ করছি। তিনি আমার অত্যন্ত পছন্দের অভিনেতা। ছোটবেলা হতেই তাঁর কাজ পছন্দ করি। অবশেষে একসঙ্গে কাজ করছি। তাঁর সঙ্গে কাজ করতে পেরে অন্যরকম ভালো লাগছে। এটি আমার জন্য খুব বড় একটা অভিজ্ঞতা। হাবিব ভাইয়ের সঙ্গে দ্বিতীয় কাজ হলেও তার সঙ্গে কাজের বোঝাপাড়াও অসাধারণ। এই সিনেমায় সব গুণী শিল্পীরাই রয়েছেন। সব মিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা। শুধু শুটিংই নয়, এই ইউনিট একটি পারিবারিক আবহও তৈরি করেছে। আমরা একটি পরিবার অনেকদিন পর একত্র হয়েছি। আশা করি সিনেমাটি দর্শকদেরও পছন্দ হবে।’
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের ২০২১-২২ অর্থবছরের অনুদান পাওয়া এই সিনেমাতে আরও অভিনয় করেছেন ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মৌসুমী হামিদ, আশনা হাবিব ভাবনা, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণসহ প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।