দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট জানিয়েছে যে, তারা এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, বর্তমান পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় তারা এই পদক্ষেপ নিতে যাচছেন।
২০ জানুয়ারি অ্যালফাবেট প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন যে, ‘আমরা প্রায় ১২ হাজার পদ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। অর্থনৈতিক বাস্তবতার প্রতিক্রিয়া হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগগুলো হয়েছিল যখন প্রতিষ্ঠানটির নাটকীয় প্রবৃদ্ধি হচ্ছিল।’
পিচাই আরও বলেন যে, ‘কোম্পানির প্রয়োজন এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে আমাদের লোকবল সামঞ্জস্যপূর্ণ কিনা, আমরা সেটিও কঠোরভাবে পর্যালোচনা করেছি। আমরা যে পদগুলো বাদ দিচ্ছি তা সেই পর্যালোচনার ফলাফলকেও প্রতিফলিত করে।’
সাম্প্রতিক মাসগুলোতে বড় ছাঁটাই দেখা যায় গুগল ছাড়াও অন্যান্য টেক জায়ান্টগুলোতেও। মাইক্রোসফট জানিয়েছে যে, তারা কর্মী সংখ্যা অন্তত ১০ হাজার কমিয়ে আনবে। অপরদিকে অ্যামাজন এই মাসের শুরুতেই জানিয়েছিল যে, তারা অন্তত ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে।
অপরদিকে জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকের মালিক মেটা নভেম্বরে ঘোষণা করেছিল যে, তারা ১১ হাজার পদ কমাবেন। টেসলা এবং স্পেসএক্স এর সিইও ইলন মাস্ক গত বছরের শেষ দিকে টুইটারের মালিক হওয়ার পর সেখানে ব্যাপক ছাঁটাই করা হয়। -ডয়েচে ভেলে
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।