দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে আলোচিত হয়েছেন। এবার তিনি মন্তব্য করলেন সিনেমা হলের আয়ু আর মাত্র ১০ বছর।
নাসিরউদ্দিন শাহ অভিনয়ের পাশাপাশি বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচিত-সমালোচিত হয়ে থাকেন। তবে সত্য কথা বলতে পিছুপা হন না এই বর্ষিয়ান অভিনেতা। ক’দিন আগে তাজমহল নিয়ে মন্তব্য করে আলোচনায় উঠে আসেন এই অভিনেতা। এবার তার কথায় উঠে এলো ‘সিনেমা হল’ এবং ‘ওটিটি প্ল্যাটফর্ম’ নিয়ে।
এই অভিনেতা জানিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যে সিনেমা হল বলে আর কিছুই থাকবে না। ওটিটিই এখন ভবিষ্যৎ। আমরা পছন্দ করি কিংবা না করি, এটিই সত্যি, এটিই বাস্তব। আমার তো মনে হচ্ছে গোটা বিশ্ব থেকে শীঘ্রই এই সিনেমা হল বিষয়টাই উঠে যেতে চলেছে। আগামী ১০ বছরের মধ্যে এটিই হবে, তখন কোনও সিনেমা হলই থাকবে না আর। তখন মানুষ একা ঘরে বসেই সিনেমা দেখবে। আমি যদিও জানি না সেটি ভালো নাকি মন্দ।’
বিগত কয়েক বছরে নাসিরউদ্দিন শাহ একাধিক ওটিটি প্রজেক্টেও কাজ করেছেন, যেমন- ব্যান্ডিটস, মডার্ন লাভ: মুম্বাই ইত্যাদি। তাছাড়াও তাকে গেহেরাইয়ান, কুত্তে ইত্যাদি ছবিতেও দেখা গেছে। আগামীতে জি ফাইভের সিরিজ- তাজ: ডিভাইডেড বাই ব্লাডে দেখা যেতে যাচ্ছে তাকে।
তবে কেবল ওটিটি নয়, এই অভিনেতা সম্প্রতি তার সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় ছবির ভূয়সী প্রশংসাও করেন। জানিয়েছেন, কেনো এগুলো হিন্দি ছবির তুলনায় বক্স অফিসে এতো ভালো চলছে। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই জানান যে, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লামসহ সমস্ত দক্ষিণী ছবির যে কনটেন্ট সেটি টোকা নয়, বরং অরিজিন্যাল ও প্রতিটি ছবিতেই অভিনবত্ব, নতুন ভাবনা মিশে রয়েছে। হিন্দি ছবিতেও সেটা নেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।