দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটু ব্যতিক্রমি অনুষ্ঠান মানেই চ্যানেল আই এর ‘কৃষকের ঈদ আনন্দ’। প্রতিবারের মতো এবারও ঈদের পরদিন ‘কৃষকের ঈদ আনন্দ’ দেখা যাবে।
ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ আজ (রবিবার) বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ের পর্দায় ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে।
কৃষকের কান্না হয়তো আমাদের কান্না না হলেও, কৃষকের হাসি-ই আমাদের হাসি। কৃষকের হাসি কান্না নিয়ে প্রতিবারে মতো এবারও ঈদে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গল্প গাঁথেন শাইখ সিরাজ।
ঈদুল ফিতরের পরদিন (আজ রবিবার) বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ের পর্দায় ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে। শাইখ সিরাজের পরিকল্পনা,পরিচালনা এবং উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টেকানগর গ্রামে লঙ্গন নদীর তীরবর্তি স্থানে। গ্রামীণ আবহে কৃষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ আরও জমজমাট, ব্যতিক্রমী এবং মজার সব খেলাধূলায় ভরপুর থাকবে। দেশ-বিদেশের বৈচিত্রপূর্ণ সব গল্পের বুননতো সেইসঙ্গে রয়েছেই।
এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য ব্রাহ্মণবাড়িয়াকে বেছে নেওয়ার কারণ হিসাবে উন্নয়ন সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অর্থনীতির মূল ভিত্তিই হলো কৃষি। প্রাচীনকাল থেকেই এই অঞ্চল ধান, পাট, সরিষার পাশাপাশি প্রাকৃতিক মাছের ভান্ডার হিসেবে খ্যাত। প্রতিবছরই ঈদ আনন্দের একটি নির্দিষ্ট থিম থাকে। এবার কৃষি ঐতিহ্যের ব্যতিক্রমী অঞ্চল হাওড়কে কেন্দ্র করেই রচিত হয়েছে কৃষকের ঈদ আনন্দের মূলগাঁথা। নদীমাতৃক বাংলার নদীকে ঘিরে যে জীবন-যাপন তা তুলে ধরতে চেয়েছি এর মাধ্যমে। সব দিক থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরকে এবার এই আয়োজনের জন্য উপযোগীই মনে হয়েছে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।