দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ৪ দশমিক ৪ ও ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে নেপালে। খবর টাইমস নাউয়ের।
নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এনসিএস জানিয়েছে যে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির বাজুরার দহকোট।
ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এক টুইটবার্তায় এনসিএস জানিয়েছে যে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে প্রথ দফায় ও শুক্রবার রাত ১টা ১৫ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে।
তবে নেপালের সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের কর্মকর্তা রাজেশ শর্মা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এখনও প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো প্রাণহানি কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতির হয়েছে তা জানা যায়নি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।