দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি শপিং মলে এক বন্দুক হামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়াও ৮ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বন্দুকধারী নিহত হন।
রবিবার (৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ দাবি করেছে যে, উত্তর ডালাসের উপশহর অ্যালেনের অ্যালেন প্রিমিয়াম আউটলেট শপিং মলে ঘটেছে এমন লোমহর্ষক ঘটনা। পরে শপিং মলের বাইরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারী নিহত হন। ঘটনার পর শপিং মলটি থেকে শতাধিক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়।
অপারেশন অ্যাডমিনিস্ট্রেটর জোশুয়া ডব্লিউ বার্নওয়েল জানিয়েছেন, তিনি অন্ততপক্ষে ৩০টি গুলির শব্দ শুনেছেন। মাটিতে প্রায় ৬০ রাউন্ড গুলিও দেখেছেন।
ডালাস শহর পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে জানিয়েছেন, তিনি গুলির শব্দ শুনেছেন। পরে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারীও নিহত হন। পরবর্তী সময় অ্যাম্বুলেন্স ডাকা হয়।
অ্যালেনের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন বয়েড সাংবাদিকদের বলেছেন, ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা অন্তত ৯জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। তবে আহতদের শারীরিক অবস্থা কেমন তা জানানো হয়নি। এছাড়াও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানিয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।